TRENDING:

দীপিকার ছোট ব্যাগের বিশাল বড় দাম ! আচ্ছা আচ্ছার এক বছরের আয়ের থেকেও বেশি

Last Updated:

'৮৩' ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোন এক লাস্যময়ী অভিনেত্রীর সঙ্গে সঙ্গে স্টাইলের ক্ষেত্রেও তিনি বিশেষ ভাবে নজরে আসেন বারেবারে ৷ স্টাইলের জন্য তিনি বিশেষ ভাবে পরিচিত তবে এরজন্যও লক্ষ লক্ষ টাকা তিনি খরচ করে থাকেন ৷ এইবারও দীপিকা পাড়ুকোন তাঁর ব্যাগের জন্য খবরের শিরোনামে এসেছেন ৷
advertisement

বেঙ্গালুরু বিমানবন্দরে প্রথম দেখতে পাওয়া গিয়েছে ৷ বেশ ক্যাজুয়াল লুকে দেখতে পাওয়া গিয়েছে ৷ কালো সানগ্লাস, বাদামি রঙের জুতো, তবে ছোট হলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর ব্যাগ অত্যন্ত দামি ৷ (Louis Vuitton carryall bag coated with canvas and VVN) টেবিল ব্যাগের দাম ১,২২,৮৬০ টাকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ব্যাগের জন্য এর আগেও খবরের শিরোনামে এসেছে ৷ এয়ারপোর্টের এই লুকের ব্যাগ ইনস্টাগ্রামে শেয়ার করেছে ৷ বর্তমানে দীপিকা পাড়ুকোন মেঘলা গুলজাররে ছপাকের শ্যুটিং-এ ব্যস্ত রয়েছে ৷ এই ছবিতে অ্যাসিড সারভাইভার লক্ষ্মী থেকে অনুপ্রাণিত হয়ে অভিনয় করেছেন ৷ এছাড়াও দীপিকার কাছে বড় ছবিও রয়েছে ৷ এই ছবিতে দীপিকার স্বামী রণবীর সিং-এর সঙ্গে '৮৩' তে অভিনয় করবেন ৷ ১৯৮৩ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপের অভিযানের উপরে নির্মিত ৷ ছবিটি কপিল দেবের জীবন অবলম্বনে নির্মিত ৷ রণবীর কপিল দেব ও দীপিকা কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকার ছোট ব্যাগের বিশাল বড় দাম ! আচ্ছা আচ্ছার এক বছরের আয়ের থেকেও বেশি