সীতার পরনে স্কার্ট। চিরকাল শাড়ি পরিহিত সীতাকে এই বেশে দেখে রীতিমতো রেগে আগুন হন ভক্তরা। রবিবার নিজের বান্ধবীদের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা। ছবিতে তাঁর পরনে দেখা যাচ্ছে, কালো স্কার্ট, সাদা শার্ট ও সাদা রঙের একটি স্নিকার্স। বান্ধবীদের সঙ্গে সেই পার্টির ছবি শেয়ার করে দীপিকা লিখেছিলেন, "রবিবার স্কুলে যাচ্ছি।" আর এই ছবির জন্যই তুমুল ট্রোলড হতে শুরু করেন তিনি।
advertisement
আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে বসছেন কিয়ারা? সিদ্ধার্থের সঙ্গে ব্রেকআপের জল্পনার মাঝে কী বললেন নায়িকা?
কেউ কমেন্ট করেন, "এ কেমন সীতা মা!" কেউ আবার লেখেন, "এটা আপনার কোন অবতার? দুঃখিত! এটা দেখে মোটেই ভাল লাগল না।" আর একজন লিখছেন, "আপনার হাতে এটা কী ড্রিংক?" এক ভক্তের কথায়, "দীপিকাজি আপনার এই পোশাক পরা উচিত নয়। আপনাকে আমরা দেবীর দরজা দিয়েছি।" এই সব কমেন্ট দেখে ছবিটি ডিলিট করতে বেশি সময় নেননি দীপিকা।
প্রসঙ্গত, ১৯৯১ সালে ব্যবসায়ী হেমন্ত টোপিওয়ালার সঙ্গে বিয়ে করেন দীপিকা। তিনি এখন দুই সন্তান নিধি ও টোপিওয়ালা ও জুহি টোপিওয়ালার মা। কিন্তু আজও দর্শক তাঁকে সীতা রূপেই চেনেন।