TRENDING:

Diljit Dosanjh Noise Pollution: জমজমাট কনসার্টে ভয়ঙ্কর শব্দ, এবার শব্দ দূষণের কারণে আইনের জালে ফাঁসলেন দিলজিৎ দোসাঞ্জ!

Last Updated:

Diljit Dosanjh Noise Pollution: জমজমাট কনসার্টে ভয়ঙ্কর শব্দ, এবার শব্দ দূষণের কারণে আইনের জালে ফাঁসলেন দিলজিৎ দোসাঞ্জ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড়: ১৪ ডিসেম্বর দিলজিৎ দোসাঞ্জের জমজমাট কনসার্ট ছিল৷ কিন্তু শব্দ দূষণের কারণে প্রবল বিপাকে বিখ্যাত এই পঞ্জাবী গায়ক৷ চণ্ডীগড় ইউনিয়ন টেরিটোরি পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, কনসার্টটি নির্ধারিত শব্দ সীমানা অতিক্রম করেছে, এবং সেই কারণে এই কাণ্ডটি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
জমজমাট কনসার্টে ভয়ঙ্কর শব্দ, এবার শব্দ দূষণের কারণে আইনের জালে ফাঁসলেন দিলজিৎ দোসাঞ্জ!
জমজমাট কনসার্টে ভয়ঙ্কর শব্দ, এবার শব্দ দূষণের কারণে আইনের জালে ফাঁসলেন দিলজিৎ দোসাঞ্জ!
advertisement

আরও পড়ুন: কৃষক আন্দোলনের সমর্থন করে বিপাকে গুরু রানধাওয়া! শুনতে হল ‘পয়সা পেয়েছো?’

১৩ ডিসেম্বর, আদালত দিলজিৎ দোসাঞ্জকে ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ে কনসার্ট আয়োজন করার অনুমতি দিয়েছিল। তবে আদালত নির্দেশ দিয়েছিল যে, এই ইভেন্টটি শব্দ সীমানা মেনে চলতে হবে এবং সর্বোচ্চ শব্দ স্তর ৭৫ ডেসিবেল হতে হবে৷ সেটা মানা না হলে, কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

advertisement

ইউটি-এর প্রশাসনের পক্ষে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, কনসার্টটি চলাকালীন বিভিন্ন স্থানে শব্দ স্তর মেপে দেখা হয়েছে,  এবং দেখা গিয়েছে আদালতের নির্দেশ না মেনে কনসার্টটি যাবতী শব্দ স্তর লঙ্ঘন করেছে৷ এক কথায়,  দিলজিৎ দোসাঞ্জ এবার শব্দ দূষণ কাণ্ডে জড়িয়ে পড়লেন৷

হলফনামায় উল্লেখ করা হয়েছে, “তদনুসারে, ১৬.১২.২০২৪ তারিখে এনভাইরনমেন্ট (Protection) অ্যাক্ট, ১৯৮৬ এবং শব্দ দূষণের নিয়ম অনুযায়ী কঠিন ব্যবস্থা গ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে।”

advertisement

আরও পড়ুন: এ কী করলেন কপিল শর্মা! শোয়ে অতিথি ডেকে তাঁদের সঙ্গে এমন ব্যবহার? মুখ খুললেন অবশেষে

তবে, এই বিষয়ে কোনও জরুরী বিষয় না থাকার কারণে, প্রধান বিচারপতি শীল নাগু এবং বিচারপতি অনিল খেতারপালের বেঞ্চ জানিয়েছে যে, তারা জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলাটি শুনবেন। তারা তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, “যেহেতু এই বিষয়ে কোনো জরুরি বিষয় নেই, আমরা জানুয়ারিতে শুনব… অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি অপেক্ষা করছে,” ।

advertisement

এটি একটি পিআইএল-এর মধ্যে ঘটে৷ সেখানকার এক বাসিন্দা, যাঁর নাম রণজিৎ সিংয় জানিয়েছেন যে, তিনি UT প্রশাসনকে কনসার্টের জন্য ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, শব্দ দূষণ ইত্যাদি সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা চেয়েছিলেন।

UT প্রশাসনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট অমিত ঝাঞ্জি জানিয়েছেন, প্রাসঙ্গিক নিয়ম এবং আইনের আওতায় সঠিকভাবে সম্মতি নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কনসার্ট মনিটর করতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান যে, ইতিমধ্যেই নিয়ম লঙ্ঘন ও শব্দ দূষণের জন্য শো-কজ নোটিশ অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে।

advertisement

অন্যদিকে, আয়োজকদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আকাশী ভানও চুপ করে বসে নেই৷ তিনি  দাবি করেছেন যে এই সময় তাদের অনেক কিছু একসঙ্গে পরিচালনা করতে হচ্ছে৷ তাই যাবতীয় বিষয় নিয়ে উত্তর দিতে তাদের বেশ কিছুটা সময় লাগবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জল এখন কতদূর গড়ায় সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Diljit Dosanjh Noise Pollution: জমজমাট কনসার্টে ভয়ঙ্কর শব্দ, এবার শব্দ দূষণের কারণে আইনের জালে ফাঁসলেন দিলজিৎ দোসাঞ্জ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল