শোনা যায়, সেই সময় রণবীরের সঙ্গে সম্পর্ক শুরুর পথে। কিন্তু তখনও দীপিকা নীহারের প্রেম ভাঙেনি। ফলে মাঝে মাঝেই দীপিকা নীহারের সঙ্গে সময় কাটাতেন। তা একেবারেই সহ্য হত না রণবীরের। একবার রাস্তায় নীহারকে সেই রাগ থেকে ঘুষি মেরেছিলেন রণবীর কাপুর। জানা যায়, দীপিকা দীর্ঘ সময়ের জন্য সেদিন লাঞ্চ করতে গিয়েছিলেন নীহারের সঙ্গে। রণবীর সেই সময় উটি গিয়েছিলেন শ্যুটিংয়ে।
advertisement
আরও পড়ুন: করণ জোহরের হাত ধরে বলিউডে আরেক স্টারকিড, দেখুন নতুন নায়িকা শানায়া কাপুরকে!
তার পরের কোনও একদিন ফের নীহারকে দীপিকার সঙ্গে দেখে রাস্তায় ঘুষি চালিয়েছিলেন রণবীর কাপুর। মাঝখানে ঢুকে রণবীর ও নীহারকে সামলেছিলেন দীপিকা। সম্পর্কের সময় দীপিকাকে নিয়ে খুবই অধিকারবোধ দেখাতেন। এর পর অ্যাডিলেডে যুবরাজ সিংয়ের সঙ্গেও একবার দেখা করতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই কথাও জানতে পেরে রেগে গিয়েছিলেন রণবীর কাপুর। যদিও এই সম্পর্রগুলির কোনওটাই টেকেনি দীপিকার।
রণবীর সিংয়ের সঙ্গে বিয়ে করে এখন সুখের সংসার দীপিকার। অন্যদিকে, রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের কথা এখন সবারই জানা। খুব শীঘ্রই বিয়েও করবেন তাঁরা। নীহার পান্ডিয়া গায়িকার নীতি মোহনের সঙ্গে বিয়ে করে সুখী। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে।