TRENDING:

Mannara-Munawar 'Kiss' Controversy: বিগ বসের ঘরে চুমু-কাণ্ড আরও জোরালো হচ্ছে! মুনাওয়ারের পার্টিতে কি আমন্ত্রণ পেলেন না মান্নারা

Last Updated:

Mannara-Munawar 'Kiss' Controversy: সকলকে অবাক করে দিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পিসতুতো বোন মান্নারা জানান, ওই পার্টির কথা তো তিনি জানেনই না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ‘বিগ বস ১৭’-র বিজেতা মুনাওয়ার ফারুকিকে। এমনটাই দাবি করেছিলেন বিগ বসের আর এক প্রতিযোগী মন্নারা চোপড়া। এর কয়েক ঘণ্টা পরেই জানা যায় যে, নিজের পার্টিতে মান্নারাকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুনাওয়ার।
জোরালো হচ্ছে বিগ বসের ঘরে চুমু-কাণ্ড! মুনাওয়ারের পার্টিতে কি বাদ মান্নারা
জোরালো হচ্ছে বিগ বসের ঘরে চুমু-কাণ্ড! মুনাওয়ারের পার্টিতে কি বাদ মান্নারা
advertisement

বুধবার রাতে মুম্বইয়ে মান্নারাকে ক্যামেরাবন্দি করছিলেন পাপারাৎজিরা। তখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি মুনাওয়ারের পার্টিতে যোগ দিচ্ছেন কি না। আর সকলকে অবাক করে দিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পিসতুতো বোন মান্নারা জানান, ওই পার্টির কথা তো তিনি জানেনই না। আর এ-ও জানালেন যে, তাঁকে নিমন্ত্রণ করা হয়নি।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের জের, ২৪ ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব বহু জেলায়! শনিবার থেকে আবহাওয়া বদল

advertisement

একটি ভিডিও বার্তালাপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মান্নারাকে পাপারাৎজিদের বলতে শোনা যায় যে, “আজ মুনাওয়ার ভাই পার্টি কর রহে হ্যায় (আজ মুনাওয়ার ভাই পার্টি করছেন)।” জবাবে মান্নারা বলেন, “আচ্ছা, কাহাঁ পে (আচ্ছা কোথায়)?” এরপর পাপারাৎজিরা প্রশ্ন করেন যে, তিনি কি পার্টিতে যোগ দেবেন! তখন অভিনেত্রী বলেন, “না তো, আমি তো জানতামই না।”

advertisement

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। আর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পাপারাৎজিদের প্রতি নিজেদের হতাশা প্রকাশ করেন। এমনকী এ-ও অভিযোগ করেন যে, পাপারাৎজিরা ভুল তথ্য শেয়ার করছেন। নেটিজেনদের বক্তব্য, বুধবার রাতে মুনাওয়ার কোনও পার্টি করেননি। অর্থাৎ পাপারাৎজিরা মান্নারাকে যে তথ্য দিয়েছেন, সেটা একেবারেই ভুল। এক নেটিজেন লিখেছেন, “ইয়ে পাপারাৎজি ফালতু মে কুছ ভি বোলতে হ্যায় (এই পাপারাৎজিগুলো ফালতু ফালতু যা খুশি বলে যায়)।”

advertisement

মুনাওয়ার ফারুকি মান্নারার বিরুদ্ধে চুমু খাওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই দাবি নস্যাৎ করে এর আগের দিনই সংবাদমাধ্যমের কাছে মান্নারা বলেন, “হে ঈশ্বর! এটা তো আজব কথা। এমন কোনও ফুটেজই নেই। আমি জানি না কোন প্রেক্ষিতে তিনি এমনটা বললেন। কিন্তু এর জন্য তাঁকে আমার কাছে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত ‘বিগ বস ১৭’-র গ্র্যান্ড ফিনালের দিন কয়েক আগেই মুনাওয়ারকে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে কথা বলতে দেখা যায়। মুনাওয়ার দাবি করেন যে, দীপাবলির রাতে মান্নারা তাঁকে চুমু খেয়েছিলেন। এমনকী অঙ্কিতা বলেন যে, তিনি এমনটা তো দেখেননি। তখন মুনাওয়ার জানান যে, এটা তিনি কাউকেই বলেননি। বিগ বস বিজয়ী বলেন, “আমি অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমি সব সময় একটা সীমা বজায় রেখেছিলাম।”

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mannara-Munawar 'Kiss' Controversy: বিগ বসের ঘরে চুমু-কাণ্ড আরও জোরালো হচ্ছে! মুনাওয়ারের পার্টিতে কি আমন্ত্রণ পেলেন না মান্নারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল