Heavy Rain Alert-IMD Update: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের জের, ২৪ ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব বহু জেলায়! শনিবার থেকে আবহাওয়া বদল
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Heavy Rain Alert-IMD Update: আগামী ২৪ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে শীতল হাওয়ার দাপট পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে।
advertisement
advertisement
Heavy Rain Alert-IMD Update: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর ভারতের সমতলেও। ফেব্রুয়ারির শুরুতেই তুষারপাতের সম্ভাবনা সিকিম ও অরুণাচল প্রদেশে, প্রভাব পড়বে দার্জিলিঙেও। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। শীত কার্যত উধাও। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ। দিনভর মেঘলা আকাশ। কোথাও সকালে কুয়াশা, পরে মেঘলা আকাশ।
advertisement
Heavy Rain Alert-IMD Update: আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
advertisement
Heavy Rain Alert-IMD Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে একটি অক্ষরেখা। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অসমের উপরেও আরেকটি ঘূর্ণাবর্ত। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। বঙ্গোপসাগরে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪/৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
advertisement
Heavy Rain Alert-IMD Update: হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়? ১ ফেব্রুয়ারি:: বৃহস্পতিবার- দক্ষিণবঙ্গের সাত জেলাতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনাতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ বাকি জেলার দু-এক জায়গায়।
advertisement
Heavy Rain Alert-IMD Update: ২ ফেব্রুয়ারি:: শুক্রবার- দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু-এক পশলা। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এছাড়াও কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
advertisement
advertisement
advertisement
Heavy Rain Alert-IMD Update: উত্তরবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি? ১ ফেব্রুয়ারি; বৃহস্পতিবার- দার্জিলিঙে হালকা বৃষ্টি। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।