TRENDING:

Indrasish Roy on Dhulokona: 'মিঠাই' নিয়ে যা বলেছি, মিলেছে! উচ্ছেবাবুর সঙ্গে সম্পর্ক নিয়েও দিলখোলা ইন্দ্রাশিস

Last Updated:

Indrasish Roy: তার মানে কি 'মিঠাই'-কে হারাতে পেরে খুশি সবাই? কী জানালেন ইন্দ্রাশিস ওরফে লালন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পর পর দু'সপ্তাহেই বাংলা সেরা হল 'ধুলোকণা'। গত সপ্তাহে ৮.০ পেযে টিআরপি তালকার শীর্ষে ছিল এই ধারাবাহিক। এ বার সেই নম্বর বেড়ে দাঁড়াল ৯.৩। 'মিঠাই'-কে একেবারে পঞ্চমে ফেলে জয়ের পতাকা তুলল ইন্দ্রাশিস রায়, মানালি দে অভিনীত এই ধারাবাহিক।
advertisement

ইন্দ্রাশিস ওরফে লালন নিউজ18 বাংলাকে জানালেন, আজ, বৃহস্পতিবার সেটে ৩টি কেক আনা হবে। একটি বাংলা সেরা হওযার জন্য়, একটি তাঁদের টিমওয়ার্কের জন্য় এবং আর একটি কারণ, এক বছর আগে আজকের দিনে তাঁরা শ্য়ুটিং শুরু করেছিলেন। অর্থা ধারাবাহিকের প্রকৃত জন্মদিন আজ। এমনই শুভ দিনে তাঁরা শীর্ষ স্থান দখল করার খবর পেলেন।

advertisement

লালনের কথায় জানা গেল, কমলিণী অর্থা অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্য়ায় তাঁর হাত ধরে নাচতে নাচতে আবদার জানিয়েছেন, সবাইকে খাওয়াতে হবে নায়ককে। সবাই নাকি ভীষণ খুশি।

ইন্দ্রাশিস বললেন, ''আসলে সিরিযাল শ্য়ুটিংয়ের যে প্য়াটার্ন দেখা যায় সাধারণ, তার থেকে আমাদের শ্য়ুটিংয়ের ধরন একেবারে আলাদা। কেবল সেটে বসে শ্য়ুট হয় না। বস্তি হোক, রক মিউজিক কনসার্ট হোক, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করি আমরা। যার ফলে পরিশ্রম করতে হয় অনেকটা। সেই পরিশ্রমের ফলাফল যখন এমন মিঠে হয়, কার না আনন্দ হয়।''

advertisement

আরও পড়ুন: এক লাফে অনেকটা নীচে 'মিঠাই'! এই সপ্তাহে তাদের আসন কেড়ে নিল কে? বড় চমক TRP-তে!

তার মানে কি 'মিঠাই'-কে হারাতে পেরে খুশি সবাই?

কাজ করার সময়ে ব্য়ক্তিগত ভাবে ইন্দ্রাশিস এমন প্রতিযোগী মনোভাব পোষণ করেন না। ১৪ বছর ধরে এই ইন্ডাস্ট্রির এক অংশ তিনি। আর 'মিঠাই'-এর নায়ক আদৃত তাঁর খুব প্রিয় এক মানুষ।

advertisement

ইন্দ্রাশিসের কথায়, ''এত ছোট বয়সে এত গুণী ছেলে কত কী অর্জন করেছে। ভেবেও ভাল লাগে। এ রকম কত বার হয়েছে যে আমরা সেরা হলাম, বা ওরা সেরা হল, আমরা সেট থেকে বেরিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছি। আজ কাজের খুব চাপ বলে দেখা হযনি। তবে দেখা তো করবই। কিন্তু লকডাউনের সময়ে যখন এই সিরিয়ালের প্রোমোটা দেখি, তখন আমি আমার এক বন্ধুকে বলেছিলাম, দেখিস এই সিরিয়ালটা রমরমিযে চলবে। চলল তো। মানুষ খুব ভালবেসে মোদক পরিবারক দেখেছে। যা বলেছিলাম, মিলে গিয়েছে।''

advertisement

আরও পড়ুন: জাদু হারাল 'মিঠাই', 'বাংলার সেরা' এখন পঞ্চমে, কোন ৪টি মেগা টপকালো মোদক পরিবারকে?

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে এ কথা সত্য়ি যে নিজেরা বাংলা সেরা হলে যে এক অন্য়ই আনন্দ, তা অনুভব করেছেন লালন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Indrasish Roy on Dhulokona: 'মিঠাই' নিয়ে যা বলেছি, মিলেছে! উচ্ছেবাবুর সঙ্গে সম্পর্ক নিয়েও দিলখোলা ইন্দ্রাশিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল