TRENDING:

Dhruva Sarja in Martin: পাশবিক চেহারা বানালেন রোম্যান্টিক হিরো, টিজার লঞ্চে ঘটা! ‘পাঠান’কে টক্কর ধ্রুবর?

Last Updated:

Dhruva Sarja in Martin: 'কেজিএফ ২', 'কান্তারা'র পর নতুন কন্নড় ছবি নিয়ে আশায় বুক বাঁধছে কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: রোম্যান্টিক হিরো হিসেবেই পরিচিতি। এখন সেই ধ্রুব সারজাই যেন পশু! এখন তাঁর কেবল একটিই পরিচিতি, তিনি 'ভারতীয়'। আর সেই ভারতীয় 'মার্টিন'ই রাতের ঘুম কাড়বে পাক সেনার। 'কেজিএফ ২', 'কান্তারা'র পর নতুন কন্নড় ছবি নিয়ে আশায় বুক বাঁধছে কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
ধ্রুব সারজা
ধ্রুব সারজা
advertisement

এই প্রথম কোনও ভারতীয় ছবির টিজার মুক্তি পেল এত ঘটা করে। টিজার মুক্তির প্রিমিয়ারে সাক্ষী থাকল সমগ্র দেশের সাংবাদিকরা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম।

আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ

বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'মার্টিন'-এর টিজার। এপি অর্জুন পরিচালিত এই ছবিতে ধ্রুব সারজা ছাড়াও অভিনয় করেছেন বৈভবী শাণ্ডিল্য, অন্বেষী জৈন প্রমুখ। অ্যাকশনে পরিপূর্ণ টিজার। যদিও 'কেজিএফ ২'-এর মতোই জাম্পকাটে ভরা টিজারে রোমাঞ্চিত হয়েছেন গোটা দেশের দর্শক। আর তাই ইউটিউবে হু হু করে ভিউয়ার বাড়ছে টিজারের।

advertisement

এই প্রথম প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করলেন ধ্রুব। কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। অর্জুন সারজার লেখা গল্পে ধ্রুবকে অত্যধিক ওজন বাড়াতে হয়েছিল। পাশবিক চেহারার প্রয়োজন ছিল। কিন্তু ছবির শ্যুটিংয়ের পরেই ১৫-১৬ কিলো ওজন কমিয়েছেন ধ্রুব।

advertisement

আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নায়কের কথায়, "ওজন বাড়ানোটা দেখলাম একদমই কঠিন নয়। কিন্তু কমাতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে আমায়।" টিজারে তাঁর পাশবিক চেহারা দেখার পর অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখে চমকে উঠতে হয়। ছবিমুক্তির তারিখ এখনও স্থির না হলেও বড় পর্দায় এই ছবি দেখার জন্য মুখিয়ে সারা দেশের মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dhruva Sarja in Martin: পাশবিক চেহারা বানালেন রোম্যান্টিক হিরো, টিজার লঞ্চে ঘটা! ‘পাঠান’কে টক্কর ধ্রুবর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল