TRENDING:

Dharmendra: ‘বিয়ে ভেঙো না’, মেয়ের বিচ্ছেদে মোটেই খুশি নয় ধর্মেন্দ্র! চিন্তায় ঘুম উড়েছে এষার বাবার

Last Updated:

মেয়ে এষার বিয়ে ভাঙা নিয়েই মোটেই খুশি নয় বাবা ধর্মেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১১ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন এষা দেওল। স্বামী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী। মেয়ে এষার বিয়ে ভাঙা নিয়েই মোটেই খুশি নয় বাবা ধর্মেন্দ্র।
‘বিয়ে ভেঙো না’, মেয়ের বিচ্ছেদে মোটেই খুশি নয় ধর্মেন্দ্র! চিন্তায় ঘুম উড়েছে এষার বাবার
‘বিয়ে ভেঙো না’, মেয়ের বিচ্ছেদে মোটেই খুশি নয় ধর্মেন্দ্র! চিন্তায় ঘুম উড়েছে এষার বাবার
advertisement

এষার বিচ্ছেদ ঘোষণার পর থেকেই নিরব হেমা মালিনি। কন‍্যার বিচ্ছেদ নিয়ে কোনও উচ্চ বাচ‍্যই করেননি অভিনেত্রী। তবে জানা গিয়েছে, এষার বাবা ধর্মেন্দ্র নাকি এই ঘটনায় একেবারেই খুশি নন।

আরও পড়ুন:  ‘মধুচক্র কাণ্ডে’ গ্রেফতার, বিচ্ছেদ! এই এক ভুলে ধ্বংস কেরিয়ার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?

advertisement

দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাবা ধর্মেন্দ্র প্রচণ্ড কষ্ট পেয়েছেন এষার ডিভোর্সের কারণে। সূত্রের খবর অনুযায়ী, ‘‘কোনও বাবা মাই চান না তাঁর সন্তানের ঘর ভেঙে যাক। এষার বাবা হিসেবে ধর্মেন্দ্রও তাই প্রচণ্ড যন্ত্রণার মধ‍্য দিয়ে যাচ্ছে। যদিও তিনি এষার সিদ্ধান্তের বিরোধিতা করছেন না। তবে তিনি চান মেয়ে আরও একবার ভেবে দেখুক।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এষা এবং ভরতের দুই কন‍্যা সন্তান রয়েছে। দুই নাতনিকে অত‍্যন্ত স্নেহ করেন ধর্মেন্দ্র। তাঁদের ভবিষ‍্যতের কথা ভেবেও এষা এবং ভরতের বিচ্ছেদ কষ্ট দিচ্ছে তাঁকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিজে কিছু বলেন নি ধর্মেন্দ্র।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra: ‘বিয়ে ভেঙো না’, মেয়ের বিচ্ছেদে মোটেই খুশি নয় ধর্মেন্দ্র! চিন্তায় ঘুম উড়েছে এষার বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল