Bollywood Actress: ‘মধুচক্র কাণ্ডে’ গ্রেফতার, বিচ্ছেদ! এই এক ভুলে ধ্বংস কেরিয়ার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?

Last Updated:
এই এক ঘটনাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাফল‍্যের ইমারত
1/10
শিশুশিল্পী হিসেবেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবেই পেয়েছিলেন জাতীয় পুরষ্কার। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সব ভালই এগোচ্ছিল। তবে, এই এক ঘটনাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাফল‍্যের ইমারত।
শিশুশিল্পী হিসেবেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবেই পেয়েছিলেন জাতীয় পুরষ্কার। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সব ভালই এগোচ্ছিল। তবে, এই এক ঘটনাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাফল‍্যের ইমারত।
advertisement
2/10
বলিউডে সাফল‍্যের মুখ দেখতে গেলে করতে হয় তীব্র লড়াই। বহু তারকাই বহু বছরের প্রচেষ্টার পর প্রতিষ্ঠিত হতে পারেন। আবার কেউ কেউ প্রথম ছবিতেই খ‍্যাতির শীর্ষে পৌঁছে যান। আবার কখনও দেখা যায়, কয়েকটি ছবি দিয়ে বিপুল খ‍্যাতি পাওয়ার পরেও কোথাও যেন হারিয়ে গিয়েছেন তারকা। কেরিয়ারে সাফল‍্যের চুড়ায় পৌঁছেও জীবনে নেমে এসেছে চরম হতাশা।
বলিউডে সাফল‍্যের মুখ দেখতে গেলে করতে হয় তীব্র লড়াই। বহু তারকাই বহু বছরের প্রচেষ্টার পর প্রতিষ্ঠিত হতে পারেন। আবার কেউ কেউ প্রথম ছবিতেই খ‍্যাতির শীর্ষে পৌঁছে যান। আবার কখনও দেখা যায়, কয়েকটি ছবি দিয়ে বিপুল খ‍্যাতি পাওয়ার পরেও কোথাও যেন হারিয়ে গিয়েছেন তারকা। কেরিয়ারে সাফল‍্যের চুড়ায় পৌঁছেও জীবনে নেমে এসেছে চরম হতাশা।
advertisement
3/10
বলিপাড়ায় অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা বেশ চমকপ্রদ। প্রথম ছবিতে শাবানা আজমীর মতো বর্ষীয়ান শিল্পীর সঙ্গে কাজ। প্রথম ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়। অসাধারণ কাজ করে জিতে নিলেন জাতীয় পুরস্কার। বেশ ভালই চলছিল তাঁর কেরিয়ার। তবে, হঠাত্‍ই ছন্দপতন।
বলিপাড়ায় অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুটা বেশ চমকপ্রদ। প্রথম ছবিতে শাবানা আজমীর মতো বর্ষীয়ান শিল্পীর সঙ্গে কাজ। প্রথম ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়। অসাধারণ কাজ করে জিতে নিলেন জাতীয় পুরস্কার। বেশ ভালই চলছিল তাঁর কেরিয়ার। তবে, হঠাত্‍ই ছন্দপতন।
advertisement
4/10
হঠাত্‍ই নাম জড়িয়ে যায় মধুচক্রে। তারপরই ইন্ডাস্ট্রি থেকে যেন হারিয়ে যান নায়িকা। পরে বিচ্ছেদের যন্ত্রণাও পেতে হয়েছে তাঁকে। যদিও সব বাধা কাটিয়ে ফের ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন অভিনেত্রী।
হঠাত্‍ই নাম জড়িয়ে যায় মধুচক্রে। তারপরই ইন্ডাস্ট্রি থেকে যেন হারিয়ে যান নায়িকা। পরে বিচ্ছেদের যন্ত্রণাও পেতে হয়েছে তাঁকে। যদিও সব বাধা কাটিয়ে ফের ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন অভিনেত্রী।
advertisement
5/10
অভিনেত্রী আর কেউ নন, ‘মাকড়ি’, ‘ইকবাল’ খ‍্যাত শ্বেতা বসু প্রসাদ। শ্বেতার বলিউডে পথ চলার শুরুটা বেশ মসৃণ। টেলিভিশন দিয়ে অভিনয় শুরু করেন তিনি। তারপরই ‘মাকড়ি’তে কাজ। এই ছবির জন‍্য শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
অভিনেত্রী আর কেউ নন, ‘মাকড়ি’, ‘ইকবাল’ খ‍্যাত শ্বেতা বসু প্রসাদ। শ্বেতার বলিউডে পথ চলার শুরুটা বেশ মসৃণ। টেলিভিশন দিয়ে অভিনয় শুরু করেন তিনি। তারপরই ‘মাকড়ি’তে কাজ। এই ছবির জন‍্য শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
advertisement
6/10
অভিনয়ের পাশাপাশি ধ্রুপদী সঙ্গীতেও পারদর্শী শ্বেতা। একজন দক্ষ সেতার বাদক। ২০১২ থেকে ২০১৬ টানা চার বছর তথ্যচিত্র তৈরি করেছেন ধ্রুপদী সঙ্গীতশিল্পীদের জীবনের উপরে। কাজ করেছেন স্ত্রিপ্ট কনসালট্যান্ট হিসেবেও।
অভিনয়ের পাশাপাশি ধ্রুপদী সঙ্গীতেও পারদর্শী শ্বেতা। একজন দক্ষ সেতার বাদক। ২০১২ থেকে ২০১৬ টানা চার বছর তথ্যচিত্র তৈরি করেছেন ধ্রুপদী সঙ্গীতশিল্পীদের জীবনের উপরে। কাজ করেছেন স্ত্রিপ্ট কনসালট্যান্ট হিসেবেও।
advertisement
7/10
তবে প্রতিভাবান এই অভিনেত্রীর জীবনের মোড় ঘুরে যায় একটি ঘটনায়। ২০১৪ সালে মধুচক্র জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন শ্বেতা। সে সময় সংবাদমাধ্যমে হায়দরাবাদ পুলিশের তরফেই শ্বেতার একটি বিবৃতি পাওয়া গিয়েছিল।
তবে প্রতিভাবান এই অভিনেত্রীর জীবনের মোড় ঘুরে যায় একটি ঘটনায়। ২০১৪ সালে মধুচক্র জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন শ্বেতা। সে সময় সংবাদমাধ্যমে হায়দরাবাদ পুলিশের তরফেই শ্বেতার একটি বিবৃতি পাওয়া গিয়েছিল।
advertisement
8/10
সংবাদমাধ‍্যমে প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়েছিল যে, অভাবে পড়েই যৌনপেশায় জড়িয়ে যেতে হয়েছে তাঁকে। পরবর্তীকালে শ্বেতা একটি চিঠিতে দাবি করেন, তাঁর যে ‘স্বীকারোক্তি’র কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা আদ্যোপান্ত ভুয়ো।
সংবাদমাধ‍্যমে প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়েছিল যে, অভাবে পড়েই যৌনপেশায় জড়িয়ে যেতে হয়েছে তাঁকে। পরবর্তীকালে শ্বেতা একটি চিঠিতে দাবি করেন, তাঁর যে ‘স্বীকারোক্তি’র কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা আদ্যোপান্ত ভুয়ো।
advertisement
9/10
২০১৮ সালে বিয়ে করেন শ্বেতা। ফের নতুন ছন্দে বাঁচতে শুরু করেন। দীর্ঘদিনের বন্ধু রোহিত মিত্তলের সঙ্গে তাঁর বিয়ে যদিও মোটেই সুখের হয় নি। জীবনে অনেক ঝড় বয়ে গেলেও ফের মূলছন্দে ফিরে এসেছেন শ্বেতা। ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’, ‘দ্য তাসখন্দ ফাইলস’-এ অভিনয় করেছেন শ্বেতা।
২০১৮ সালে বিয়ে করেন শ্বেতা। ফের নতুন ছন্দে বাঁচতে শুরু করেন। দীর্ঘদিনের বন্ধু রোহিত মিত্তলের সঙ্গে তাঁর বিয়ে যদিও মোটেই সুখের হয় নি। জীবনে অনেক ঝড় বয়ে গেলেও ফের মূলছন্দে ফিরে এসেছেন শ্বেতা। ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’, ‘দ্য তাসখন্দ ফাইলস’-এ অভিনয় করেছেন শ্বেতা।
advertisement
10/10
জীবনে অনেক ঝড় বয়ে গেলেও ফের মূলছন্দে ফিরে এসেছেন শ্বেতা। ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’, ‘দ্য তাসখন্দ ফাইলস’-এ অভিনয় করেছেন শ্বেতা।
জীবনে অনেক ঝড় বয়ে গেলেও ফের মূলছন্দে ফিরে এসেছেন শ্বেতা। ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’, ‘দ্য তাসখন্দ ফাইলস’-এ অভিনয় করেছেন শ্বেতা।
advertisement
advertisement
advertisement