দেবলীনার উদ্দেশ্যে সেই অনুরাগী লেখেন, ‘আপনাকে প্রাক্তন ছবিতে খুব মিষ্টি লাগছিল। আমার মনে হয়, ওজন একটু বাড়িয়ে নিলে আপনাকে আরও ভাল লাগবে।’
ওজন নিয়ে এ হেন মন্তব্যে যদিও মেজাজ হারাননি দেবলীনা। উত্তরে তিনি লেখেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার দেহের এই গঠনেই আমি স্বচ্ছন্দ এবং খুশি। আমার মনে হয় যে কোনও মানুষেরই আগে খুশি হওয়া প্রয়োজন।’
advertisement
আরও পড়ুন-বিয়ের আগেই হলেন বৌদি! ডাক শুনে লজ্জায় পড়লেন পরিণীতি, বিয়েটা কবে হচ্ছে জানেন?
আরও পড়ুন-এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন
এই প্রথম নয়। অতীতেও ওজন নিয়ে কটাক্ষ শুনেছেন দেবলীনা। কোনও রকম দ্বিধা ছাড়াই জবাবও দিয়েছেন।
শরীরের ওজনকে স্বপ্নপূরণের পথে অন্তরায় মনে হত এক সময়ে। সেই বাধা পেরতেই শরীরচর্চার দিকে মন দিয়েছিলেন তিনি। ফোলা গাল, মেদবহুল শরীরের অষ্টাদশী দেবলীনার সঙ্গে বর্তমানের ‘রঙ্গবতী’র মিল পাওয়া দায়। তার জন্য কম কাঠখড়ও পোড়াতে হয়নি তাঁকে। ঠিকঠাক ডায়েটের সঙ্গেই নিয়মিত কসরতও করেন তিনি।