TRENDING:

বিকিনিতে 'বেশরম রং'-এ নেচে চরম কটাক্ষের মুখে! দেবলীনা যা করলেন, তা অবাক করবে

Last Updated:

ছবিতে গানের দৃশ্যায়নের সঙ্গে বাস্তবের মিল পেয়েছিলেন। তাই সেই সুযোগ হাতছাড়া না করে 'পাঠান' ছবির বিতর্কিত গানটির সঙ্গে একটি রিল তৈরি করেন দেবলীনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনে দিগন্তবিস্তৃত জলরাশি। খোলা আকাশ আর সমুদ্রের নীল যেন মিলেমিশে একাকার। সমুদ্রতটে গায়ে রোদ মাখছেন দেবলীনা কুমার। তাঁর পরনে বিকিনি। আর সেখানেই মজলেন 'পাঠান'-এর ম 'বেশরম রং'-এর আমেজে।
advertisement

ছবিতে গানের দৃশ্যায়নের সঙ্গে বাস্তবের মিল পেয়েছিলেন। তাই সেই সুযোগ হাতছাড়া না করে 'পাঠান' ছবির বিতর্কিত গানটির সঙ্গে একটি রিল তৈরি করেন দেবলীনা। অভিনেত্রীর নাচ দেখে বরাবরের মতো মুগ্ধ তাঁর অনুরাগীরা। 'রঙ্গবতী'কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তবে প্রশংসা যেমন আছে, তেমনই আছে কটাক্ষ।

দেবলীনার পোস্টের কমেন্ট বক্সে জনৈকের টিপ্পনি, 'ইনি কিন্তু এক সময়ে ভোটে দাঁড়াবেন। ভাবা যায়।' সেই তির্যক মন্তব্যকে যদিও বিশেষ গুরুত্ব দেননি দেবলীনা। রসিকতার সুরে তিনি লেখেন, ' ভাবুন ভাবুন। ভোটটা দেবেন কিন্তু।'

advertisement

অন্য জন আবার দীপিকার সঙ্গে তাঁর তুলনা টেনে লিখেছেন, 'ভাল হয়নি। দীপিকাকে এই গানে আপনার তুলনায় ৫০ গুণ বেশি সাহসী লেগেছে।' এই মন্তব্যের উত্তরে দেবলীনা লেখেন, 'সেটাই স্বাভাবিক। আমি দীপিকা নই।'

আরও পড়ুন: বেশরম রং-এর ঘোর বাস্তবেও? দীপিকা জন্মদিন কাটালেন হলুদ বিকিনিতে, কটাক্ষ নায়িকাকে!

advertisement

আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দেবলীনার সোজাসাপ্টা উত্তরে খুশি তাঁর অনুরাগীরাও। তবে এই প্রথম নয়। অতীতেও একাধিক বার নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। এ ধরনের নেতিবাচকতা নিয়ে যদিও ভাবিত নন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিকিনিতে 'বেশরম রং'-এ নেচে চরম কটাক্ষের মুখে! দেবলীনা যা করলেন, তা অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল