অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে। কলাকুশলীদের বিরোধীতা করে ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তার পর থেকেই অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর উপর। শুক্রবারের বৈঠকে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। তিনি বলেন, ”ও খুবই ভাল অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক, ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারেশন ও তাঁর সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব, দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক।”
advertisement
গতবছর জুন মাসে অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক অ্যালবামের একটি ভিডিও শ্যুট হওয়ার কথা ছিল। কিন্তু সেই শ্যুটিং স্তব্ধ হয়ে যায়। অনির্বাণ ভট্টাচার্যের অভিযোগ, শ্যুটিং-এ যোগ দেননি টেকনিশিয়ানরা। কেন অসহযোগিতা তা তিনি জানেন না। কেউ সরাসরি কিছু বলেননি। কিন্তু ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্বে কোর্টে যাবার পর থেকে তাঁকে এই অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছিলেন অনির্বাণ।
অনির্বাণ ও দেব একসঙ্গে কাজ করেছেন বিভিন্ন ছবিতে। অনির্বাণের বড় পর্দায় ডেবিউ সিনেমা অপর্ণা সেন পরিচালিত ‘আরশিনগর’-এ মুখ্য ভূমিকায় ছিলেন দেব এবং তাঁর প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণকে। দেবের জনপ্রিয় ছবি ‘গোলন্দাজ’-এ দেবকে দেখা গিয়েছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। সেখানে অনির্বাণকে দেখা গিয়েছিল বিপ্লবীর চরিত্রে। সৃজিত পরিচালিত ‘উমা’ সিনেমাতেও দেব এবং অনির্বাণকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও সেখানে দেব তাঁর নিজের ভূমিকাতেই অভিনয় করেছিলেন। অতিথি চরিত্রে খুব সামান্য সময়ের জন্য পর্দায় ছিলেন।
