‘এ আমার গুরুদক্ষিণা’য় খলচরিত্র তাছাড়া ‘গোপাল ভাঁড়’, ‘কনে বউ’-সহ বেশ কিছু কাজ করেন। তবে মূলত ‘মিঠাই’ দিয়েই সৌমিতৃষা সকলের মনজয় করে নেন। হয়ে ওঠেন বাংলার ঘরের মেয়ে। ৫০ বারেরও বেশি বেঙ্গল টপার হয় এই সিরিয়াল।
আরও পড়ুন: বলিউডে এ বার ‘কিং’ শাকিব খান! সলমনের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন, কে তিনি
advertisement
আড়াই বছরের মাথায় শেষ হয়েছে এই মেগা। ধারাবাহিকে শেষ শ্যুটের দিন স্টুডিওতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে শ্যুট শেষের আগেই জানা যায় বড় পর্দায় দেখা যাবে সৌমিতৃষাকে, বিপরীতে দেব। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা, ভালবাসায় ভরে দেন অভিনেত্রীদের। তবে শুধু তাই না প্রশংশার পাশাপাশি কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। অনেকে মন্তব্য করেন, অভিনেতার সঙ্গে ভাল সম্পর্ক থাকার জেরেই নাকি ছবিতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী।
তাই কি? কেন সৌমিতৃষাকে নেওয়া হল ‘প্রধান’-এ, তা নিয়ে একটি সংবাদ মাধ্যমকে দেব সাক্ষাৎকারে বলেন, “দেখুন আমি এখন ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবিতে বেশি কাজ করছি। ‘বাঘাযতীন’-এ যেমন আমাকে হেয়ার স্টাইল বদলাতে হয়েছে, হাঁটাচলায় পরিবর্তন আনতে হয়েছে। আমরা চেয়েছিলাম তাঁর স্ত্রীর চরিত্রেও এমন কাউকে নিতে যার সঙ্গে অনেক মিল আছে। আমরা বিজ্ঞাপনে সেটা লিখে দিয়েছিলাম। সেখান থেকেই সৃজাকে বেছে নেওয়া। ‘প্রধান’-এও তাই। যে চরিত্র ওখানে দেখানো হবে, ওই চরিত্রটির সঙ্গে সৌমিতৃষা খুব ভাল ফিট করে। ক্যারেক্টার ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করি।”
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসবে ‘প্রধান’। ছবিতে সৌমিতৃষা তো থাকছেনই। সঙ্গে দেখা যাবে ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়।