Bangladesh-Shakib Khan: বলিউডে এ বার 'কিং' শাকিব খান! সলমনের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন, কে তিনি

Last Updated:
বাংলাদেশের 'কিং খান' এবার বলিউডে। শাকিব খান এবার ঢালিউডের গণ্ডি পার পা রাখবেন মুম্বইতে। ছবির নাম 'দর্দ'। কিন্তু ছবিতে শাকিব খানের নায়িকা যিনি থাকবেন জানলে চমকে যাবেন।
1/6
বাংলাদেশের 'কিং খান' এবার বলিউডে। শাকিব খান এবার ঢালিউডের গণ্ডি পার পা রাখবেন মুম্বইতে। ছবির নাম 'দর্দ'। কিন্তু ছবিতে শাকিব খানের নায়িকা যিনি থাকবেন জানলে চমকে যাবেন।
বাংলাদেশের 'কিং খান' এবার বলিউডে। শাকিব খান এবার ঢালিউডের গণ্ডি পার পা রাখবেন মুম্বইতে। ছবির নাম 'দর্দ'। কিন্তু ছবিতে শাকিব খানের নায়িকা যিনি থাকবেন জানলে চমকে যাবেন।
advertisement
2/6
শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। খোদ বলিউডের 'ভাইজান' সলমন খানের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শাকিবকে। এর আগেও তিনি ভারতীয় ছবিতে কাজ করেছেন তবে বাংলা ভাষাতেই। তবে এবার তিনি হিন্দি ছবিতে কাজ করবেন।
শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। খোদ বলিউডের 'ভাইজান' সলমন খানের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শাকিবকে। এর আগেও তিনি ভারতীয় ছবিতে কাজ করেছেন তবে বাংলা ভাষাতেই। তবে এবার তিনি হিন্দি ছবিতে কাজ করবেন।
advertisement
3/6
গুঞ্জন তাঁর নায়িকা হচ্ছে জারিন খান। যদিও শুধু জারিন-ই নন, শাকিবের নায়িকা হিসাবে আরও বেশ কয়েক জন বলি-সুন্দরীর নাম উঠে এসেছিল। প্রাচী দেশাই, নেহা শর্মা, শেহনাজ গিল।
গুঞ্জন তাঁর নায়িকা হচ্ছে জারিন খান। যদিও শুধু জারিন-ই নন, শাকিবের নায়িকা হিসাবে আরও বেশ কয়েক জন বলি-সুন্দরীর নাম উঠে এসেছিল। প্রাচী দেশাই, নেহা শর্মা, শেহনাজ গিল।
advertisement
4/6
তবে শেষ পর্যন্ত সকলকে বাদ দিয়ে জারিনকে বাছা হয়েছে বলেই খবর। জারিনের সঙ্গে কথাবার্তাও নাকি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এবিষয় এখনও স্পষ্ট করে কিছু জানাননি বাংলাদেশের পরিচালক অনন্য মামুন।
তবে শেষ পর্যন্ত সকলকে বাদ দিয়ে জারিনকে বাছা হয়েছে বলেই খবর। জারিনের সঙ্গে কথাবার্তাও নাকি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এবিষয় এখনও স্পষ্ট করে কিছু জানাননি বাংলাদেশের পরিচালক অনন্য মামুন।
advertisement
5/6
সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই নাকি ছবির শ্যুটিং শুরু করবেন শাকিব। শ্যুটিং হবে বাংলাদেশে পাশাপাশি হবে এদেশের বারাণসীতেও কিছুটা হবে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই নাকি ছবির শ্যুটিং শুরু করবেন শাকিব। শ্যুটিং হবে বাংলাদেশে পাশাপাশি হবে এদেশের বারাণসীতেও কিছুটা হবে।
advertisement
6/6
আরও শোনা গিয়েছে শুধু হিন্দি নয়, তামিল তেলুগু সহ আরও বেশ কিছু ভারতীয় ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এই ছবি। ভারত-বাংলাদেশ এই দুই দেশেই মুক্তি পাবে এই ছবি।
আরও শোনা গিয়েছে শুধু হিন্দি নয়, তামিল তেলুগু সহ আরও বেশ কিছু ভারতীয় ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এই ছবি। ভারত-বাংলাদেশ এই দুই দেশেই মুক্তি পাবে এই ছবি।
advertisement
advertisement
advertisement