TRENDING:

Dev-Rukmini: দেব নয়, রুক্মিণীর ‘১০০‍% লাভ’ জিৎ! আড্ডায় গোপন তথ‍্য ফাঁস

Last Updated:

Dev-Rukmini: সম্প্রতি, দেবের সঙ্গে খোলামেলা আড্ডায় এক গোপন তথ‍্য ফাঁস করলেন রুক্মিণী। মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি, দেবের সঙ্গে খোলামেলা আড্ডায় এক গোপন তথ‍্য ফাঁস করলেন রুক্মিণী। মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। সেখানে সত্যবতীর রূপে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে৷ সেই ছবির প্রচারের সময় আড্ডায় রুক্মিণী তাঁর পরের ছবির অভিনেতা জিতকে – ‘১০০‍% লাভ’ বলেন।
দেব নয়, রুক্মিণীর ‘১০০‍% লাভ’ জিৎ!
দেব নয়, রুক্মিণীর ‘১০০‍% লাভ’ জিৎ!
advertisement

নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, কফি হাতে আড্ডায় দেব ও রুক্মিণী। দেব সেখানে রুক্মিণীকে বলেন, ‘আমার সঙ্গে কাজ করলে টেনশন-এ থাকো আর জিৎদার সঙ্গে কাজ করলে রিল‍্যাক্স থাকো।’ তাঁর উত্তরে নবাগতা সত্যবতী বলেন, ‘ জিৎদা হল ১০০‍% লাভ’। দেব ও তাঁর কথায় সম্মতি জানিয়ে বলেন, ‘আমারও’।

advertisement

আরও পড়ুনঃ বিয়ের তারিখ ঘোষণা ইরা খানের! আমির খানের পরিবারে কি শীঘ্রই বাজবে বিয়ের সানাই?

২০১৭ সালে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবি ‘চ‍্যাম্প’-এর হাত ধরে টলিউডে পা রাখেন রুক্মিণী মৈত্র। ইতিমধ‍্যে বলিউডেও পা রেখেছেন তিনি। ঘরোয়া প্রোডাকশনের পাশাপাশি তিনি অন্যান্য হাউসে সঙ্গেও হিট ছবি উপহার দিয়েছেন। তারমধ্যে অন্যতম ‘সুইজারল্যান্ড’। এই ছবিতে আবিরের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে, এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। ‘বুমেরাং’ ছবিটির শুভ মহরত হয়েছে গত মাসের ১৪ জুলাই। সেই ছবি প্রসঙ্গে কথা বলার সময় এই মজার কথোপকথোন ভাগ করে নেন দেব-রুক্মিণী। চলতি বছরে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’- এ বিনোদিনী এবং ‘মহাভারত’-এ দ্রৌপদী হিসেবে অভিনয় করবেন রুক্মিণী।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev-Rukmini: দেব নয়, রুক্মিণীর ‘১০০‍% লাভ’ জিৎ! আড্ডায় গোপন তথ‍্য ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল