নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, কফি হাতে আড্ডায় দেব ও রুক্মিণী। দেব সেখানে রুক্মিণীকে বলেন, ‘আমার সঙ্গে কাজ করলে টেনশন-এ থাকো আর জিৎদার সঙ্গে কাজ করলে রিল্যাক্স থাকো।’ তাঁর উত্তরে নবাগতা সত্যবতী বলেন, ‘ জিৎদা হল ১০০% লাভ’। দেব ও তাঁর কথায় সম্মতি জানিয়ে বলেন, ‘আমারও’।
আরও পড়ুনঃ বিয়ের তারিখ ঘোষণা ইরা খানের! আমির খানের পরিবারে কি শীঘ্রই বাজবে বিয়ের সানাই?
২০১৭ সালে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবি ‘চ্যাম্প’-এর হাত ধরে টলিউডে পা রাখেন রুক্মিণী মৈত্র। ইতিমধ্যে বলিউডেও পা রেখেছেন তিনি। ঘরোয়া প্রোডাকশনের পাশাপাশি তিনি অন্যান্য হাউসে সঙ্গেও হিট ছবি উপহার দিয়েছেন। তারমধ্যে অন্যতম ‘সুইজারল্যান্ড’। এই ছবিতে আবিরের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
তবে, এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। ‘বুমেরাং’ ছবিটির শুভ মহরত হয়েছে গত মাসের ১৪ জুলাই। সেই ছবি প্রসঙ্গে কথা বলার সময় এই মজার কথোপকথোন ভাগ করে নেন দেব-রুক্মিণী। চলতি বছরে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’- এ বিনোদিনী এবং ‘মহাভারত’-এ দ্রৌপদী হিসেবে অভিনয় করবেন রুক্মিণী।