Aamir Khan's daughter Ira Khan's Marriage: বিয়ের তারিখ ঘোষণা ইরা খানের! আমির খানের পরিবারে কি শীঘ্রই বাজবে বিয়ের সানাই?

Last Updated:

Aamir Khan's daughter Ira Khan's Marriage: অবশেষে সামনে আসল আমির খানের মেয়ে ইরা খান এবং নূপুর শিখারের বিয়ের তারিখ। গত বছর এক জমকালো পার্টিতে এনগেজড হয়েছিলেন প্রেমিক যুগল৷

বিয়ের তারিখ ঘোষণা ইরা খানের!
বিয়ের তারিখ ঘোষণা ইরা খানের!
অবশেষে সামনে আসল আমির খানের মেয়ে ইরা খান এবং নূপুর শিখারের বিয়ের তারিখ। গত বছর এক জমকালো পার্টিতে এনগেজড হয়েছিলেন প্রেমিক যুগল৷ এবার ইরা খান ঘোষণা করলেন তাঁদের বিয়ের তারিখ। সম্প্রতি এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরা খান জানিয়েছেন তাঁরা ৩ জানুয়ারি বিয়ে করবেন।
ইরা খান আরও বলেন কোন বছরের ৩ জানুয়ারি তাঁরা বিয়ে করবেন তা, এখনএ চূড়ান্ত হয়নি। তবে, ৩ জানুয়ারি দিনটা তাঁদের দু’জনের জন‍্যই খুবই স্পেশাল। সেইদিন তাঁরা সম্পর্কে আসার পর প্রথম চুম্বন করেছিলেন। দু’বছর ধরে জিম প্রশিক্ষক নূপুরের সঙ্গে সম্পর্কের পর গত বছর বাগদান পর্ব সেরেছিলেন ইরা। সম্পর্ক নিয়ে কোনও দিন রাখঢাক করেননি আমির-কন‍্যা। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও বারবার প্রকাশ করেছেন ইরা।
advertisement
advertisement
সাক্ষাৎকারে ইরা তাঁর মানসিক অবসাদ নিয়ে কথা বলার সময় জানান যে, কঠিন সময়ে তিনি বাবা-মা, ‘কিরণ আন্টিকে’ পাশে পেয়েছিলেন। তিনি এই তিনজনকে নিয়ে একটি হোয়্যাটস অ্যাপ গ্রুপও তৈরি করেন, সেখানে তিনি তাঁর সমস‍্যার কথা জানাতেন। এই তিনজন ছাড়া তাঁকে সর্বদা সঙ্গ দেন তাঁর প্রেমিক নূপুর, যাঁকে তিনি ভালবেসে ‘পপোয়ে’ বলে ডাকেন।
advertisement
এমন এক সঙ্গীকে পেয়ে ইরা নিজেকে খুবই ভাগ‍্যবান বলে মনে করেন। তিনি বলেন যে, সারা জীবন এক সঙ্গে থাকার জন‍্য সময়, ইচ্ছা এবং প্রতিশ্রুতি দরকার। সেই সব নূপুরের মধ‍্যে আছে তাই তিনি সেই রকম কাউকে জীবনে পেয়েছেন বলে খুবই খুশি। এবার প্রশ্ন, আমির এবং তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তের মেয়ের বিয়ের সানাই কি তবে খুব তাড়াতাড়ি বাজবে?
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan's daughter Ira Khan's Marriage: বিয়ের তারিখ ঘোষণা ইরা খানের! আমির খানের পরিবারে কি শীঘ্রই বাজবে বিয়ের সানাই?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement