TRENDING:

Dev and Subhashree: দেব-শুভশ্রীর চুমুর ছবি ভাইরাল, ভালো খবর দিলেন 'ধূমকেতু' প্রযোজক!

Last Updated:

সম্প্রতি দেব ও শুভশ্রীকে ফের একবার পর্দায় একসঙ্গে দেখতে পেতে পারেন ভক্তরা। (Dev and Subhashree)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘদিন সম্পর্ক ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা অভিনেতা দেব ও শুভশ্রীর (Dev and Subhashree)। এখন তাঁদের পথ একেবারেই আলাদা। ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও, দু'জনের বন্ধুত্বের সম্পর্ক আজও অটুট। কিছুদিন আগেই রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রীর ছেলে ইউভানের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছেল দেবের পুরনো একটি ছবির গানেই নাচ করছে ছোট্ট ইউভান। সম্প্রতি দেব ও শুভশ্রীকে ফের একবার পর্দায় একসঙ্গে দেখতে পেতে পারেন ভক্তরা। (Dev and Subhashree)
Dev and Subhashree
Dev and Subhashree
advertisement

রবিবার দুপুরে প্রযোজক রাণা সরকার নিজেই এই ছবির মুক্তি নিয়ে আপডেট দিয়েছেন (Dev and Subhashree)। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল 'ধূমকেতু' (Dhoomketu) ছবিটির। সেই ছবিতে দেব ও শুভশ্রীকে ফের একবার জুটি হিসেবে দেখতে পাবেন ভক্তরা। ৪ কোটি খরচ করে 'ধুমকেতু'র (Dhoomketu) শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। রবিবার 'ধূমকেতু'র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন রাণা।

advertisement

আরও পড়ুন: অস্কারের মঞ্চে চড়কাণ্ড, ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ

আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ২৯ মার্চ; দেখে নিন কেমন যাবে আপনার আজকের দিন

সিনেমার এক ঝলক দেখানো হয় ভক্তদের। আর সেখানেই দেখা যায় একে-অপরকে চুমু খেতে ব্যস্ত দেব আর শুভশ্রী। লাইভে এসে রাণা সরকার জানিয়েছেন, 'ছবি নিয়ে খুব উৎসাহী দেব-শুভশ্রী দু'জনেই। বাধা অনেকটাই কেটে গিয়েছে। এসভিএফের কর্ণধারও এগিয়ে এসেছেন সাহায্য করতে। শুধু মুম্বইয়ের একটা কোম্পানির তরফে কিছু বাধা আছে। সেটাও কেটে যাবে আশা করি জলদি।' যদিও মুক্তির দিন নিয়ে নির্দিষ্ট কোনও দিন জানানো হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ছবিতে রয়েছে বড় চমক। প্রস্থেটিক মেক-আপে দেবের বয়স্ক লুক দেখা যাবে এই ছবিতে। বহুদিন ধরেই এই ছবির মুক্তি নিয়ে আশায় রয়েছেন ভক্তরা। এবার দেখার অবেশেষে কবে সেই আশা পূরণ হয় দেব-শুভশ্রী ভক্তদের।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev and Subhashree: দেব-শুভশ্রীর চুমুর ছবি ভাইরাল, ভালো খবর দিলেন 'ধূমকেতু' প্রযোজক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল