রবিবার দুপুরে প্রযোজক রাণা সরকার নিজেই এই ছবির মুক্তি নিয়ে আপডেট দিয়েছেন (Dev and Subhashree)। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল 'ধূমকেতু' (Dhoomketu) ছবিটির। সেই ছবিতে দেব ও শুভশ্রীকে ফের একবার জুটি হিসেবে দেখতে পাবেন ভক্তরা। ৪ কোটি খরচ করে 'ধুমকেতু'র (Dhoomketu) শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। রবিবার 'ধূমকেতু'র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন রাণা।
advertisement
আরও পড়ুন: অস্কারের মঞ্চে চড়কাণ্ড, ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ
আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ২৯ মার্চ; দেখে নিন কেমন যাবে আপনার আজকের দিন
সিনেমার এক ঝলক দেখানো হয় ভক্তদের। আর সেখানেই দেখা যায় একে-অপরকে চুমু খেতে ব্যস্ত দেব আর শুভশ্রী। লাইভে এসে রাণা সরকার জানিয়েছেন, 'ছবি নিয়ে খুব উৎসাহী দেব-শুভশ্রী দু'জনেই। বাধা অনেকটাই কেটে গিয়েছে। এসভিএফের কর্ণধারও এগিয়ে এসেছেন সাহায্য করতে। শুধু মুম্বইয়ের একটা কোম্পানির তরফে কিছু বাধা আছে। সেটাও কেটে যাবে আশা করি জলদি।' যদিও মুক্তির দিন নিয়ে নির্দিষ্ট কোনও দিন জানানো হয়নি।
ছবিতে রয়েছে বড় চমক। প্রস্থেটিক মেক-আপে দেবের বয়স্ক লুক দেখা যাবে এই ছবিতে। বহুদিন ধরেই এই ছবির মুক্তি নিয়ে আশায় রয়েছেন ভক্তরা। এবার দেখার অবেশেষে কবে সেই আশা পূরণ হয় দেব-শুভশ্রী ভক্তদের।