তবে ক্যামেরার পিছনেও বড় চমক। আরও একবার দেবকে পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম, ‘টেক্কা।’
‘টেক্কা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনলেন ৪১ বছরের সুপারস্টার। পোস্টে লিখলেন, ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক…’, আগামীk পুজোতেই মুক্তি পাবে এই ছবি। দেবের সঙ্গে দুই নায়িকা, রুক্মিণী মৈত্র আর স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে এখানে। প্রযোজনায় দেবের প্রোডাকশন হাউস।
আরও পড়ুন: মিল নেই মা-বাবার সঙ্গে, রণবীর-আলিয়ার ‘নীলমণি’ রাহার চেহারা কার সঙ্গে মেলে? চমকে যাবেন!
এর আগে ২০১৬ সালে সৃজিতের ‘জুলফিকার’-এ দেখা গিয়েছিল দেবকে। তার ৭ বছর পরে ফের দেব আর সৃজিত জুটি বাঁধছেন পর্দায়। গত জুলাই মাসেই প্রথমবার জানা গিয়েছিল, টলিউডের দুই তারকা জুটি বাঁধছেন। এবার জানা গেল, তাঁদের সঙ্গে নাম লিখিয়েছেন, রুক্মিণী এবং স্বস্তিকার মতো তারকারাও। এবার অপেক্ষা কবে ছবির কাজ শুরু হয়।