TRENDING:

Deepika Padukone trolled: ছবি মুক্তির দিন এগোচ্ছে, পোশাক ছোট হচ্ছে! এই মন্তব্য শুনে এবার পাল্টা দিলেন দীপিকা

Last Updated:

Deepika Padukone: দীপিকা ও অনন্যা দুজনেই এখন তাঁদের আসন্ন ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: "ছবি মুক্তির দিন এগিয়ে আসছে, আর পোশাকের দৈর্ঘ্য কমছে।" সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি এই মন্তব্য করেন দীপিকা পাডুকোন ও অনন্যা পাণ্ডের উদ্দেশে। দীপিকা ও অনন্যা দুজনেই এখন তাঁদের আসন্ন ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। তার মধ্যে ফ্রেডির এই মন্তব্যে বেশ চটেছেন দীপিকা (Deepika Padukone trolled)। এই বিষয়টি নিয়ে নেট দুনিয়া এখন সরগরম।
ছবি মুক্তির দিন এগোচ্ছে, পোশাক ছোট হচ্ছে! এই মন্তব্য শুনে এবার পাল্টা দিলেন দীপিকা
ছবি মুক্তির দিন এগোচ্ছে, পোশাক ছোট হচ্ছে! এই মন্তব্য শুনে এবার পাল্টা দিলেন দীপিকা
advertisement

ফ্রেডি এই বিতর্ক শুরুর পরে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। ফ্রেডি লিখেছিলেন, "নিউটনের বলিউড ল- গেহেরাইয়া মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই পোশাকের দৈর্ঘ্য ছোট হয়ে আসছে।" এই মন্তব্যের পাল্টা দিয়েছেন দীপিকা (Deepika Padukone trolled)। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "বিজ্ঞানীরা বলেন এই বিশ্ব প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দিয়ে তৈরি। তাঁরা মূর্খদের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন।"

advertisement

আরও পড়ুন- পোশাক নাকি পলিথিন! কেন শর্ট ড্রেস পরছেন দীপিকা? অভিনেত্রী তুমুল ট্রোলড

এই মন্তব্যের আবার পাল্টা উত্তর দিয়েছেন ইনফ্লুয়েন্সার। তিনি লিখছেন, "ছোট পোশাক পরার জন্য আমি আপনাকে নিয়ে ঠাট্টা করছি না। আপনি গোড়ালি পর্যন্ত অথবা কান পর্যন্তও পোশাক পরতে পারেন। আমায় মূর্খ বলার জন্য ধন্যবাদ। আপনার গোটা কেরিয়ারে আপনি এই একটাই কথা বলেছেন যেটি নকল নয়।"

advertisement

আরও পড়ুন- বিগবস-এর অযোগ্য বিজেতা তেজস্বী! জেতার কথা প্রতীকের, ক্ষোভ প্রকাশ গৌহর সহ নেটিজেনদের

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

দীপিকা (Deepika Padukone trolled) এই মুহূর্তে শকুন বাত্রার ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। ছবিতে একটি সাহসী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। তাঁর চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে। বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী ১১ ফেব্রুয়ারি গেহেরাইয়া মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone trolled: ছবি মুক্তির দিন এগোচ্ছে, পোশাক ছোট হচ্ছে! এই মন্তব্য শুনে এবার পাল্টা দিলেন দীপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল