ফ্রেডি এই বিতর্ক শুরুর পরে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। ফ্রেডি লিখেছিলেন, "নিউটনের বলিউড ল- গেহেরাইয়া মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই পোশাকের দৈর্ঘ্য ছোট হয়ে আসছে।" এই মন্তব্যের পাল্টা দিয়েছেন দীপিকা (Deepika Padukone trolled)। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, "বিজ্ঞানীরা বলেন এই বিশ্ব প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দিয়ে তৈরি। তাঁরা মূর্খদের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন।"
advertisement
আরও পড়ুন- পোশাক নাকি পলিথিন! কেন শর্ট ড্রেস পরছেন দীপিকা? অভিনেত্রী তুমুল ট্রোলড
এই মন্তব্যের আবার পাল্টা উত্তর দিয়েছেন ইনফ্লুয়েন্সার। তিনি লিখছেন, "ছোট পোশাক পরার জন্য আমি আপনাকে নিয়ে ঠাট্টা করছি না। আপনি গোড়ালি পর্যন্ত অথবা কান পর্যন্তও পোশাক পরতে পারেন। আমায় মূর্খ বলার জন্য ধন্যবাদ। আপনার গোটা কেরিয়ারে আপনি এই একটাই কথা বলেছেন যেটি নকল নয়।"
আরও পড়ুন- বিগবস-এর অযোগ্য বিজেতা তেজস্বী! জেতার কথা প্রতীকের, ক্ষোভ প্রকাশ গৌহর সহ নেটিজেনদের
দীপিকা (Deepika Padukone trolled) এই মুহূর্তে শকুন বাত্রার ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। ছবিতে একটি সাহসী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। তাঁর চরিত্রের নাম আলিশা। ছবিতে তাঁকে পরকীয়া সম্পর্কে থাকতে দেখা যাবে। বিয়ের পরেও নিজের বোনের বরের সঙ্গে সম্পর্কে জড়াবে দীপিকার চরিত্রটি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী ১১ ফেব্রুয়ারি গেহেরাইয়া মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।