প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাতে ডান্ডিয়া নিয়ে গরবায় মেতে উঠলেন হবু মা-বাবা। সোনালি লেহঙ্গা চোলি, ভারি গয়না এবং মানানসই মেকআপে নজর কাড়েন দীপিকা। রণবীর সেজে ওঠেন কালো এবং নীল রঙা শেরওয়ানিতে। শুধু গরবাই নয়, ‘দিল ধড়কনে দো’ র ‘গল্লা গুরিয়া’ গানেও নেচে ওঠেন তারকা-দম্পতি। অন্তঃসত্ত্বা হওয়ায় দীপিকা ছিলেন খানিক সাবধানি। গানের সঙ্গে তাল মেলালেও পুরোপুরি নাচতে দেখা যায়নি তাঁকে। তবে রণবীর বরাবরের মতোই মঞ্চ মাতিয়ে তুলেছেন।
advertisement
আরও পড়ুন: জমে উঠেছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব! প্রথম সন্ধ্যায় পারদ চড়ালেন সইফ-করিনা
আরও পড়ুন: ধুমধাম করে শুরু অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসব! মাতিয়ে রাখল শিবানীর পারফরম্যান্স
গত বৃহস্পতিবার সন্তান আসার খবর প্রকাশ্যে আনেন রণবীর-দীপিকা। সেই সুখবর দেওয়াই পরেই অনন্ত-রাধিকার বিশেষ দিনে সামিল হতে জামনগর উড়ে যান তাঁরা। অনুষ্ঠানে যোগ দিতে ভারত তথা সারা বিশ্বের ব্যবসা, রাজনীতি, বিনোদন এবং ক্রীড়া দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরা সেখানে পৌঁছেছেন। বলিউড থেকে শাহরুখ খান, আমির খান এবং সলমন খান-সহ জনপ্রিয় ভারতীয় তারকারা পরিবারের সঙ্গে উপস্থিত। অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না, আদিত্য রায় কাপুর, জাহ্নবী কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খানের মতো তারকারাও রয়েছেন অতিথি তালিকায়।