ছবির ট্রেলারের মতোই গানগুলিও ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। সোনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানগুলি মুক্তি পেয়েছে। ছবির টাইটেল ট্র্যাক ও ডুবে, এই দুটি গান এই মুহূর্তে ট্রেন্ডিং। বেকাবু ও ডুবে এই দুই গানের কথা লিখেছেন কৌসর মুনির। বেকাবু গানটি দীপিকার নিজের প্রিয়। ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ভ্যালেন্টাইন উইকে এই গানটি যেন যুগলদের সম্পর্কে নাটকীয়তা যোগ করেছে। ভ্যালেন্টাইনস ডে-র আগেই এই ছবি মুক্তি পাচ্ছে। তাই ছবিটি বেশ সাড়া ফেলবে তা আন্দাজ করা যায়।
advertisement
সম্পর্কের ওঠাপড়া, প্রেম, পরকীয়া এই নিয়ে তৈরি 'গেহেরাইয়া' (Gehraiyaan)। ছবিতে দীপিকার চরিত্রের নাম আলিশা। সিদ্ধান্ত জেন নামে এক চরিত্রে অভিনয় করেছেন। দীপিকার (Deepika Padukone) বোনের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। অনন্যার বর অর্থাৎ সিদ্ধান্তের সঙ্গে এই ছবিতে পরকীয়া সম্পর্কে জড়াতে দেখা যাবে।
আরও পড়ুন- ফারহান-শিবাণীর বিয়ের আসর বসবে মরিশসে? ফের রাজকীয় বিয়ের সানাই বাজছে বলিউডে
ছবিতে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে। আবার প্রশ্নও উঠছে এই ছবি কি সম্পর্কে প্রতারণকে গৌরবান্বিত করছে। তবে আদতে ছবির গল্প কোন দিকে এগোয় তা জানার জন্য আরও একটি দিন অপেক্ষা করতে হবে। ১১ ফেব্রুয়ারি থেকে আমাজন প্রাইম ভিডিওতে এই ছবি স্ট্রিম করবে।
প্রসঙ্গত, এই প্রথম পর্দায় সিদ্ধান্ত চতুর্বেদির (Siddhant Chatruvedi) সঙ্গে জুটি বেঁধেছেন দিপীকা। ছবিতে সিদ্ধান্তের সঙ্গে অনন্যার রসায়নও দেখা যাবে। উল্লেখ্য, এছাড়াও দীপিকার (Deepika Padukone) হাতে রয়েছে পাঠান। এটি শাহরুখ খানের কামব্যাক ছবি। তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকাকে।