TRENDING:

Deepika Padukone : দীপিকা-সিদ্ধান্তের বাধভাঙা রোম্যান্স গেহেরাইয়ার-র নতুন গানে! ঘনিষ্ঠ রসায়নে মুগ্ধ নেটিজেন

Last Updated:

Deepika Padukone : 'বেকাবু' নামের এই গানে দীপিকা ও সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য যেন আরও বেশি পারদ চড়ালো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি শকুন বাত্রা পরিচালিত 'গেহেরাইয়া' (Gehraiyaan)। ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আসন্ন এই ছবির ট্রেলার ও গানে নজর কেড়েছে দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chatruvedi) উষ্ণ রসায়ন। ছবির নতুন একটি গান মুক্তি পেল। 'বেকাবু' নামের এই গানে দীপিকা ও সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য যেন আরও বেশি পারদ চড়ালো।
দীপিকা-সিদ্ধান্তের বাধভাঙা রোম্যান্স গেহেরাইয়ার-র নতুন গানে! ঘনিষ্ঠ রসায়নে মুগ্ধ নেটিজেন
দীপিকা-সিদ্ধান্তের বাধভাঙা রোম্যান্স গেহেরাইয়ার-র নতুন গানে! ঘনিষ্ঠ রসায়নে মুগ্ধ নেটিজেন
advertisement

ছবির ট্রেলারের মতোই গানগুলিও ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। সোনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানগুলি মুক্তি পেয়েছে। ছবির টাইটেল ট্র্যাক ও ডুবে, এই দুটি গান এই মুহূর্তে ট্রেন্ডিং। বেকাবু ও ডুবে এই দুই গানের কথা লিখেছেন কৌসর মুনির। বেকাবু গানটি দীপিকার নিজের প্রিয়। ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ভ্যালেন্টাইন উইকে এই গানটি যেন যুগলদের সম্পর্কে নাটকীয়তা যোগ করেছে। ভ্যালেন্টাইনস ডে-র আগেই এই ছবি মুক্তি পাচ্ছে। তাই ছবিটি বেশ সাড়া ফেলবে তা আন্দাজ করা যায়।

advertisement

আরও পড়ুন- 'ছোটবেলায় ল্যাবাকান্ত ছিলাম', কিন্তু একটা কাজে খুব পারদর্শী উষসী, ভিডিও দেখে অবাক অনুরাগীরা

সম্পর্কের ওঠাপড়া, প্রেম, পরকীয়া এই নিয়ে তৈরি 'গেহেরাইয়া' (Gehraiyaan)। ছবিতে দীপিকার চরিত্রের নাম আলিশা। সিদ্ধান্ত জেন নামে এক চরিত্রে অভিনয় করেছেন। দীপিকার (Deepika Padukone) বোনের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। অনন্যার বর অর্থাৎ সিদ্ধান্তের সঙ্গে এই ছবিতে পরকীয়া সম্পর্কে জড়াতে দেখা যাবে।

advertisement

আরও পড়ুন- ফারহান-শিবাণীর বিয়ের আসর বসবে মরিশসে? ফের রাজকীয় বিয়ের সানাই বাজছে বলিউডে

ছবিতে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। চরিত্রটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে। আবার প্রশ্নও উঠছে এই ছবি কি সম্পর্কে প্রতারণকে গৌরবান্বিত করছে। তবে আদতে ছবির গল্প কোন দিকে এগোয় তা জানার জন্য আরও একটি দিন অপেক্ষা করতে হবে। ১১ ফেব্রুয়ারি থেকে আমাজন প্রাইম ভিডিওতে এই ছবি স্ট্রিম করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

প্রসঙ্গত, এই প্রথম পর্দায় সিদ্ধান্ত চতুর্বেদির (Siddhant Chatruvedi) সঙ্গে জুটি বেঁধেছেন দিপীকা। ছবিতে সিদ্ধান্তের সঙ্গে অনন্যার রসায়নও দেখা যাবে। উল্লেখ্য, এছাড়াও দীপিকার (Deepika Padukone) হাতে রয়েছে পাঠান। এটি শাহরুখ খানের কামব্যাক ছবি। তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone : দীপিকা-সিদ্ধান্তের বাধভাঙা রোম্যান্স গেহেরাইয়ার-র নতুন গানে! ঘনিষ্ঠ রসায়নে মুগ্ধ নেটিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল