TRENDING:

Deepika Padukone: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা

Last Updated:

Deepika Padukone: সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'গেইটি গ্যালাক্সি'- তে দেখা গেল দীপিকাকে। তার বহু প্রতীক্ষিত ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন, তা দেখতেই চুপিচুপি সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: 'পাঠান' ঝড়ে কাবু বক্স অফিস। চার দিনেই ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি। ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসও দেখার মতো। আর সেই উচ্ছ্বাস চাক্ষুষ করতেই সটান প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেন দীপিকা পাডুকোন।
advertisement

সম্প্রতি মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'গেইটি গ্যালাক্সি'- তে দেখা গেল দীপিকাকে। তার বহু প্রতীক্ষিত ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন, তা দেখতেই চুপিচুপি সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। নিজেকে সচেতন ভাবে আড়ালেই রেখেছিলেন দীপিকা । অভিনেত্রীর পরনে ছিল সাদামাটা ট্রাউজার্স আর টি-শার্ট। টুপি আর মাস্কের সাহায্যে সন্তর্পণে মুখ ঢেকেছিলেন পাঠান-এর নায়িকা। প্রেক্ষাগৃহ থেকে বেরনোর সময় দেহরক্ষীরা ঘিরে রেখেছিলেন তাঁকে।

advertisement

বিগত কয়েক বছরে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেননি দীপিকা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ' ছপক ' আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গত বছর অ্যামাজনে মুক্তি পায় তার ' গেহরাইয়া ' । দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। বলা যায়, 'পাঠান'- এর হাত ধরেই দীর্ঘ দিন পর কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তিনি।

advertisement

আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!

আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

কিং খানের ছবির জন্য দীর্ঘ কালের প্রথা ভেঙেছে মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি। মায়ানগরীর এই সিঙ্গলস্ক্রিন প্রেক্ষাগৃহটি সিনেপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয়। এখানে প্রায় হাজার জন দর্শক বসে ছবি দেখতে পারেন। সাধারণত দুপুর ১২টা থেকে প্রেক্ষাগৃহটিতে ছবি দেখানো শুরু হয়। বহু বছর ধরে এই নিয়মই বজায় রাখা হয়েছে। তবে 'পাঠান'-এর ক্ষেত্রে ব্যতিক্রম। ছবিটি মুক্তির দিন অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল ন'টায় দেখানো হয় 'পাঠান'-এর প্রথম শো। শাহরুখের একটি জনপ্রিয় ফ্যানক্লাব টুইটারে খবরটি প্রকাশ করে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল