পূজা করার সময় দম্পতিকে সাদা পোশাক পরে দেখা যায়। জানা গেছে দীপবীর শুধুমাত্র এই ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য তাদের নিকটবর্তী আত্মীয়ের সঙ্গে ছোট্ট একটা অনুষ্ঠান পালন করেন।
advertisement
রণবীর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন ছবি। সেখানে লাল হৃদয়ের ইমোজি দিয়ে ছবিগুলি শেয়ার করেছেন। একটি ছবিতে দীপবীরকে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়। দেখুন সেই ছবি...
আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার ভূমিকায় অভিনয় করবেন সারা আলি খান
আলিবাগে তাঁদের বিলাসবহুল বাড়িটির অন্দর সাজিয়েছেন সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার বিনিতা চৈতন্যন। এর আগে তিনি দীপিকা এবং রণবীরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন যখন তাঁরা একসঙ্গে আলিবাগ গিয়েছিলেন। তাঁদের নতুন বিলাসবহুল সমুদ্র-মুখী বাংলোর জন্য ২২ কোটি টাকা খরচ করেছে। দীপবীরের নতুন বাসভবন ২.২৫ একর জুড়ে বিস্তৃত এবং প্রায় ১৮,০০০ বর্গফুট বিল্ট-আপ এলাকা রয়েছে এতে। এটি একটি ৫বিএইচকে গ্রাউন্ড। কিহিম বিচ তাদের নতুন বাড়ি থেকে মাত্র ১০ মিনিট দূরে অবস্থিত।
আরও পড়ুন: 'যৌনমিলন ছাড়া ভালবাসা কিছুই না'! কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ
প্রসঙ্গত, রণবীরকে পরবর্তীতে 'সার্কাস'-এ জ্যাকুলিন ফার্নান্দেজ এবং পূজা হেগড়ে-এর সঙ্গে দেখা যাবে। অন্যদিকে দীপিকার রয়েছে 'ফাইটার', 'পাঠান', 'প্রজেক্ট কে' এবং 'দ্য ইন্টার্ন' রিমেক।
