TRENDING:

Bollywood Gossip: আলিয়াকে অপছন্দ দীপিকার! রাগ মেটাতে এ কী করলেন অভিনেত্রী! বিতর্কের আগুন জ্বলে উঠল

Last Updated:

তবে ঘটনা জানাজানি হতেই নিজের ভুল শুধরান দীপিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রোষের মুখে দীপিকা পাড়ুকন। আলিয়া বিদ্বেষী এক অ্যাকাউন্টকে ফলো করাতেই রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে ঘটনা জানাজানি হতেই নিজের ভুল শুধরান দীপিকা। সঙ্গে সঙ্গে আনফলো করে দেন অ্যাকাউন্টটিকে। তবে পেজটি ফলো করার এই স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।
আলিয়াকে অপছন্দ দীপিকার! রাগ মেটাতে এ কী করলেন অভিনেত্রী! বিতর্কের আগুন জ্বলে উঠল
আলিয়াকে অপছন্দ দীপিকার! রাগ মেটাতে এ কী করলেন অভিনেত্রী! বিতর্কের আগুন জ্বলে উঠল
advertisement

আলিয়া ভাট সহ বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীকে নিয়ে ট্রোল করা হত এই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। সেই অ্যাকাউন্টেরই ফলোয়ার ছিলেন দীপিকা পাড়ুকন। @instajustice নামের এক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিন শট শেয়ার করা হয়। তাতে এই অ্যাকাউন্টটিকে ফলো করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিটি শেয়ার হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় নেট মাধ্যমে। সমালোচনার বন্যা বয়ে যায় নেটিজেনদের। এমনকী আলিয়া অনুরাগীর রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

advertisement

আরও পড়ুন: ‘অল্প সময়ের জন্য এসেও যদি ছাপ রেখে যেতে পারি’ কাজ নিয়ে অকপট আকাশ

পরে অবশ্য নিজের থেকেই অ্যাকাউন্টটিকে আনফলো করেন দীপিকা। @dishaspovs নামে এক হ্যান্ডেলের ম্যাসেজ পড়েই পেজটি আনফলো করেছেন দীপিকা এমনও দাবি করা হয় সামাজিক মাধ্যমে। ট্যুইটারে ছড়িয়ে পড়েছে সেই ছবিও। @dishaspovs হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে যে দীপিকাকে ঘটনাটি জানানোর পরেই ওই অ্যাকাউন্টটি আনফলো করেছেন অভিনেত্রী।

advertisement

শুধু আলিয়াই নয় একাধিক অভিনেতা অভিনেত্রীকে নিয়ে সমালোচনা করা হয় ওই ট্যুইটার হ্যান্ডেল থেকে।

স্ক্রিন শটগুলির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: আলিয়াকে অপছন্দ দীপিকার! রাগ মেটাতে এ কী করলেন অভিনেত্রী! বিতর্কের আগুন জ্বলে উঠল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল