আলিয়া ভাট সহ বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীকে নিয়ে ট্রোল করা হত এই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। সেই অ্যাকাউন্টেরই ফলোয়ার ছিলেন দীপিকা পাড়ুকন। @instajustice নামের এক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিন শট শেয়ার করা হয়। তাতে এই অ্যাকাউন্টটিকে ফলো করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিটি শেয়ার হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় নেট মাধ্যমে। সমালোচনার বন্যা বয়ে যায় নেটিজেনদের। এমনকী আলিয়া অনুরাগীর রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
advertisement
আরও পড়ুন: ‘অল্প সময়ের জন্য এসেও যদি ছাপ রেখে যেতে পারি’ কাজ নিয়ে অকপট আকাশ
পরে অবশ্য নিজের থেকেই অ্যাকাউন্টটিকে আনফলো করেন দীপিকা। @dishaspovs নামে এক হ্যান্ডেলের ম্যাসেজ পড়েই পেজটি আনফলো করেছেন দীপিকা এমনও দাবি করা হয় সামাজিক মাধ্যমে। ট্যুইটারে ছড়িয়ে পড়েছে সেই ছবিও। @dishaspovs হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে যে দীপিকাকে ঘটনাটি জানানোর পরেই ওই অ্যাকাউন্টটি আনফলো করেছেন অভিনেত্রী।
শুধু আলিয়াই নয় একাধিক অভিনেতা অভিনেত্রীকে নিয়ে সমালোচনা করা হয় ওই ট্যুইটার হ্যান্ডেল থেকে।
স্ক্রিন শটগুলির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা