Jagadhatri || Akash Ghosh: 'অল্প সময়ের জন্য এসেও যদি ছাপ রেখে যেতে পারি' কাজ নিয়ে অকপট আকাশ

Last Updated:

'জগদ্ধাত্রী'র হাত ধরে মেগায় ফিরলেন আকাশ ঘোষ। আইপিএল-এর মরসুমে মেগাতে এরকম একটা ট্র্যাকে কাজের অভিজ্ঞতা। নিউজ ১৮ বাংলাকে অভিনেতা জানান, এই চরিত্র তাঁর কাছে অনেকটা আলাদা। মেগায় কাজ করে তিনি ভীষণ খুশি।

আকাশ ঘোষ
আকাশ ঘোষ
কলকাতা: আইপিএলের মরসুমে মেগার মাঠে ছক্কা হাঁকাচ্ছে 'জগদ্ধাত্রী'। টিআরপি তালিকার শীর্ষে থাকা এই মেগাতেও এখন ক্রিকেটের আবহ। আর সেই আবহেই 'জগদ্ধাত্রী'র হাত ধরে মেগায় ফিরলেন আকাশ ঘোষ। আইপিএল-এর মরসুমে মেগাতে এরকম একটা ট্র্যাকে কাজের অভিজ্ঞতা। নিউজ ১৮ বাংলাকে অভিনেতা জানান, এই চরিত্র তাঁর কাছে অনেকটা আলাদা। মেগায় কাজ করে তিনি ভীষণ খুশি।
স্টার জলসায় মা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন আকাশ। তারপর নানা মেগায় কাজের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে 'ভিঞ্চি দা'-তেও তিনি কাজ করেছেন। বর্তমানে বাংলার টিআরপি টপার জগদ্ধাত্রী ধারাবাহিকে তাঁকে লিলিপুটের চরিত্রে দেখা যাচ্ছে। তরুণ ক্রিকেটারের মৃত্যুকে কেন্দ্র করে ঘনিয়ে উঠেছে রহস্য। আর সেই রহস্যের সমাধানে জগদ্ধাত্রীর পথের কাঁটা লিলিপুট।
advertisement
advertisement
এ রকম ধরনের একটা চরিত্রে নিজেকে দেখে কেমন লাগছে? আকাশের উত্তর, " এর আগে আমি পজিটিভ, নেগেটিভ দু'ধরনের চরিত্রই করেছি। তবে তুলনামূলকভাবে নেগেটিভ চরিত্র বেশি করেছি। আমার নিজেরও নেগেটিভ চরিত্র করতে বেশি ভাল লাগে। কারণ সেখানে আমার অভিনয়ের অনেকটা জায়গা থাকে। কিন্তু এত রকমের নেগেটিভ চরিত্র করার পরও এই চরিত্রটা একেবারে সবার থেকে আলাদা। কারণ শুধু নেগেটিভ না এই চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক রহস্য। আর এরম চরিত্রে স্নেহাশীষদা আমাকে বেছে নিয়েছেন, এটার জন্য আমার বড় প্রাপ্তি।"
advertisement
দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে প্রধান চরিত্রে সেভাবে তাঁকে কখনও পাওয়া যায়নি। কেন? প্রশ্ন ছুড়ে দিলে অভিনেতার উত্তর, " চরিত্রের দৈর্ঘ্যটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অল্প সময়ের জন্য এসেও যদি ছাপ রেখে যেতে পারি সেটাই আমার অনেক বড় পাওয়া। 'ভিঞ্চিদা'তে ভিঞ্চিদার ছোট বেলার চরিত্রে সৃজিত মুখোপাধ্যায় আমাকে বেছে নিয়েছিলেন। তা ছাড়াও অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বর্তমানে স্নেহাশীষদার সঙ্গে কাজ করতে পারছি। এটাই খুব ভাল লাগার জায়গা আমার কাছে।"
advertisement
তিনি জানান 'জগদ্ধাত্রী'তের কাজের পাশাপাশি আরও বেশ কিছু মেগায় কাজের ব্যাপারে কথাবার্তা চলছে। হয়তো খুব শীঘ্রই আরও অন্যান্য কাজে তাঁকে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jagadhatri || Akash Ghosh: 'অল্প সময়ের জন্য এসেও যদি ছাপ রেখে যেতে পারি' কাজ নিয়ে অকপট আকাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement