অভিনেতার মৃত্যুতে গৃহঋণ শোধ করার সমস্যায় বিপাকে পড়ে তাঁর পরিবার ৷ তাঁদের পাশে দাঁড়ান দীপেশের সহ-অভিনেতা সৌম্যা ট্যান্ডন ৷ তিনি ইনস্টাগ্রামে আবেদন করেন সকলের কাছে ৷ যাতে নেটিজেনদের সাহায্যে ৫০ লক্ষ টাকা গৃহঋণ শোধ করতে পারেন দীপেশের পরিবার ৷ এই উদ্যোগের জন্য সৌম্যা ও বিনাইফের নাকরা কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ দীপেশের স্ত্রী, দেড় মাসের সন্তানের মা মেঘা সামাজিক মাধ্যমে লেখেন ‘‘আপনারা দেবদূতের মতো ৷ ঈশ্বর আপনাদের পাশে সব সময় থাকবেন ৷ আপনাদের সকলকে খুব ভালবাসি ৷’’
advertisement
মেঘা আরও বলেন, ‘জুলাই মাসে ওঁর অপ্রত্যাশিত মৃত্যুর পর মানসিক ও আর্থিক ভাবে খুবই ভেঙে পড়েছিলাম ৷ বড় অঙ্কের গৃহঋণ চলছিল ৷ শোধ করার কোনও উপায়ও ছিল না আমার কাছে ৷ ভাবীজি ঘর পর হ্যায়ঁ-এর অভিনেত্রী সৌম্যা সে সময় আমার কাছে আসেন ৷ উনি আমাকে এত সাহায্য করেছেন যে মাত্র ১ মাসেই আমি ঋণ শোধ করতে পেরেছি ৷ ’’ তিনি বলেন যাঁরা বিপদে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ জানাতেই এই ভিডিও ৷
আরও পড়ুন : মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে
ধারাবাহিকের প্রযোজক বিনাইফের নাকরা কোহলির প্রতিও ধন্যবাদ জানান মেঘা ৷ তিনি বরাবর তাঁদের পাশে ছিলেন ৷ হৃদয়ের অন্তঃস্থল থেকে তাঁদের দু’জনকে কৃতজ্ঞতা জানিয়েছেন দীপেশের স্ত্রী ৷ তাঁর এই ভিডিওতে সৌম্যা লিখেছেন, ‘‘তোমাদের জন্য অনেক ভালবাসা ৷ আমি নিশ্চিত উপরে কোথাও দীপেশও খুব খুশি হয়েছে ৷ ’’
আরও পড়ুন : 'বলছি, ওদিকে যাস না!' মায়ের বারণ কি আর ছানা-হাতি শোনে; পরের ঘটনা ভিডিওয় ভাইরাল হতে সময় নিল না মোটে!
‘ভাবীজি ঘর পর হ্যায়ঁ’ ছাড়াও ছোট পর্দায় আরও বেশ কিছু কৌতুক চরিত্রে অভিনয় করেছেন দীপেশ ৷ ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘মে আই কাম ইন ম্যাডাম’ টিভি সিরিজে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শকরা ৷