এদিন পারফেক্ট জুটির জন্য একটু অন্যরকম ভাবে পারফেক্ট শুভেচ্ছা জানালেন দিদি শুভশ্রী৷ পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে দিদি দেবশ্রীকে আদুরে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন রাজ চক্রবর্তী৷ যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই ছবি দেখেই আঁতকে উঠেছেন ভক্তরা৷ কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ কমেন্টে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় তারকা জুটিকে৷
advertisement
আরও পড়ুন–এ কী বিকট চেহারা! মুখ ফুলে ঢোল, দিশার আসল রূপ দেখে আঁতকে উঠলেন ভক্তরা
আরও পড়ুন-‘মেয়ে পায়েলের মৃত্যুতে দায়ী ছিলাম আমি’, এমনটাই ছিল জামাইয়ের অভিযোগ, মৌসুমীর মন্তব্যে তোলপাড়
প্রতিবছরই বিবাহবার্ষিকীর এই বিশেষ দিন দারুণভাবে সেলিব্রেট করেন তারা৷ তবে এবারে কী প্ল্যান তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে গতকাল রাতে তারা ডিনারে গেছিলেন৷ রাজ-শুভশ্রী একা নন, বরখা বিস্ত সহ আরও অনেকেই তাঁদের সঙ্গে ডিনারে দেখা গিয়েছে৷ চলতি বছরে বিবাহবার্ষিকীর কোনও শুভেচ্ছা জানাননি একে অপরকে৷ বরং বিবাহবার্ষিকীতে অন্যান্যদের থেকে পাওয়া শুভেচ্ছার স্ক্রিনশট ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ রাজের সঙ্গে মাঝেমধ্যেই রোম্যান্টিক অবতারে নজর কাড়েন পর্দার ইন্দুবালা৷ বিয়ের এত বছর পরও যে প্রেমটা একটুও কমেনি, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷ বলতে গেলে সর্বদাই প্রেমে মজে আছেন টলিপাড়ার এই লাভবার্ডস৷