সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছেন, মেয়ে চলে যাওয়ার পর আমার দিকেই আঙুল তুলেছিলেন পায়েলের স্বামী ডিকি সিনহা৷ মেয়ের মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনদের থেকে একগুচ্ছ অভিযোগ উঠেছিল৷ ডিকি এটাও বলেছিলেন, পায়েলের মৃত্যুতে নাকি মা মৌসুমী তাকে দেখতেও আসেনি৷ তবে বাবা ও বোন হাজির ছিলেন৷