টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে চুটিয়ে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায় ৷ মহানায়ক উত্তম কুমারের সময়কাল থেকেই রাজত্ব করে চলেছেন তিনি৷
advertisement
2/6
অমিতাভ বচ্চন থেকে রাকেশ রোশন, ঋষি কাপুর, বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক সিনেমায়৷ ১৯৬৭ সালে তরুণ মজুমদারের বালিকা বধূ-র হাত ধরেই বাংলাতে আত্মপ্রকাশ হয়েছিল নায়িকার৷
advertisement
3/6
অভিনয় কেরিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবনটা খুব একটা সুখকর ছিল না মৌসুমীর৷ অকালে মেয়ে পায়েলকে হারান অভিনেত্রী৷ সন্তানকে হারিয়ে কীভাবে নিজেকে সামলেছিলেন নায়িকা, সম্প্রতি সাক্ষাৎকারে সেকথা জানালেন অভিনেত্রী৷
advertisement
4/6
সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছেন, মেয়ে চলে যাওয়ার পর আমার দিকেই আঙুল তুলেছিলেন পায়েলের স্বামী ডিকি সিনহা৷ মেয়ের মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনদের থেকে একগুচ্ছ অভিযোগ উঠেছিল৷ ডিকি এটাও বলেছিলেন, পায়েলের মৃত্যুতে নাকি মা মৌসুমী তাকে দেখতেও আসেনি৷ তবে বাবা ও বোন হাজির ছিলেন৷
advertisement
5/6
সাক্ষাৎকারে মৌসুমী বলেন, আমি যেমন না চাইতেও ভগবানের থেকে অনেক কিছু পেয়েছি তেমনই নিজের আঁচল খালি করে মেয়েকে ভগবানের হাতে তুলেও দিয়েছি৷ এত কিছু নিয়েও আমি সুখী৷
advertisement
6/6
অভিনেত্রী বলেন, কোনও না কোন মায়ের কোল রোজই কালি হচ্ছে৷ বিশেষ করে জওয়ানদের তো রোজ হচ্ছে৷ আপাতত সেই কথা মনে করেই শান্তিতে এখন ঘুমোই৷ এই কারণে আমি এখন প্রাণখুলে হাসতে পারি৷ তবে নিজের ব্যক্তিগত কারণে একদমই কারোর সামনে কাঁদতে পারি না৷ এভাবেই মা ও বাবা আমাকে তৈরি করেছে৷