এই পুরস্কারটি শুধু মাত্র দেবজ্যোতির নয়, এই ছবির সঙ্গে জড়িত অন্যদের জন্যও তাদের মুকুটে পালক জুড়ল। হরি বিশ্বনাথ (পরিচালক), অনুরাগ কাশ্যপ, ঋতুপর্ণা সেনগুপ্ত, জার্মান চিত্রগ্রাহক জর্জেগর্জ হার্টফিল এবং আরও অনেকের জন্য বড় অ্যাচিভমেন্ট।
দেবজ্যোতির কথায়, ‘‘বাঁশুরি-দ্য ফ্লুট সিনেমায় আমরা যারা কাজ করেছি সকলের জন্য এটা সত্যিই একটি বড় সম্মানের বিষয়। আমি মনে করি যে আমরা পুরস্কারের জন্য কাজ করি না, কিন্তু যদি কেউ সেই স্বীকৃতি পায় তবে তা পুরো দলের জন্য।’’
advertisement
আরও পড়ুন : তিলোত্তমাকে নিয়ে পাভেলের নতুন ছবিতে ইশা-সৌরভ-অপরাজিতা
সংগীত শিল্পী আরও বললেন, ‘‘আমি হরি বিশ্বনাথকে ধন্যবাদ জানাই, যিনি ২০১৫ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ী প্রথম তামিল চলচ্চিত্র ‘রাডিওপেট্টি’-র পরিচালক। তিনি চেয়েছিলেন আমি 'বাঁশুরি-দ্য ফ্লুট' ছবিতে মিউজিক করি। এরকম একটি ভাল ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুশি। সঙ্গীতশিল্পী পাপন এবং অন্বেষা দত্ত গুপ্তর কাছে আমি কৃতজ্ঞ ৷ আমার স্ত্রী জোনাকির প্রতিও কৃতজ্ঞ ৷ তিনি আমার প্রতিটি গান শোনেন এবং তার মূল্যবান পরামর্শ জানান। এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য সত্যিই একটি গর্বের মুহূর্ত।’’
আরও পড়ুন : পিছিয়ে গেল 'সর্বজয়া'! গুনগুন-সৌজন্যের প্রেমে কি সিরিয়ালের রেটিং বাড়ল? দেখুন টিআরপি তালিকা
"বাঁশুরি-দ্য ফ্লুট" ছবিটি পরিচালনা করেছেন হরি বিশ্বনাথ। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনুরাগ কাশ্যপ। বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবিটি। তবে স্পেনের এই পুরস্কার ছবিটিকে অনেকটাই এগিয়ে দিল।