TRENDING:

নির্ধারিত সময়ের আগেই এল মেয়ে, হাসপাতাল থেকে ভিডিও দেবিনার, কেমন আছে একরত্তি

Last Updated:

নিজের ইউটিউবে সংক্ষিপ্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেবিনা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতােলর বেবি কটে শুয়ে রয়েছে তাঁদের একরত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্ধারিত সময়ের আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সে কথা জানিয়েছিলেন গুরমিত চৌধুরী। দ্বিতীয় সন্তানের কয়েক দিনের মধ্যেই তার প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তারকা-দম্পতি।
advertisement

নিজের ইউটিউবে সংক্ষিপ্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেবিনা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতােলর বেবি কটে শুয়ে রয়েছে তাঁদের একরত্তি। একটি নীল মেডিক্যাল গাউন পরে মেয়ের পাশেই দাঁড়িয়ে গুরমিত। নতুন অতিথিকে যেন চোখে হারাচ্ছেন পর্দার রাম।

অনুরাগীদের উদ্দেশে দেবিনা লিখেছেন, 'আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ আমাদের সত্যিই প্রয়োজন।'

advertisement

সেই একই পোস্টে দেবিনা জানান, তাঁদের সন্তান ভাল আছে। হাসপাতালে একরত্তির দেখাশোনায় কোনও ত্রুটি রাখেননি চিকিৎসকরা। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আগে তাই তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী।

আরও পড়ুন :  মাতৃত্বের স্বাদ যেন জাদু, মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট আলিয়ার

advertisement

আরও পড়ুন :  ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral

প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তস:ত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি। নিজেকে ভাল রাখার দিকে নজর দিয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ বার তিন থেকে চার হয়েছেন গুরমিত-দেবিন। শুরু হতে চলেছে তাঁদের নতুন অধ্যায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
নির্ধারিত সময়ের আগেই এল মেয়ে, হাসপাতাল থেকে ভিডিও দেবিনার, কেমন আছে একরত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল