নিজের ইউটিউবে সংক্ষিপ্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেবিনা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতােলর বেবি কটে শুয়ে রয়েছে তাঁদের একরত্তি। একটি নীল মেডিক্যাল গাউন পরে মেয়ের পাশেই দাঁড়িয়ে গুরমিত। নতুন অতিথিকে যেন চোখে হারাচ্ছেন পর্দার রাম।
অনুরাগীদের উদ্দেশে দেবিনা লিখেছেন, 'আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ আমাদের সত্যিই প্রয়োজন।'
advertisement
সেই একই পোস্টে দেবিনা জানান, তাঁদের সন্তান ভাল আছে। হাসপাতালে একরত্তির দেখাশোনায় কোনও ত্রুটি রাখেননি চিকিৎসকরা। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আগে তাই তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী।
আরও পড়ুন : মাতৃত্বের স্বাদ যেন জাদু, মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট আলিয়ার
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তস:ত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি। নিজেকে ভাল রাখার দিকে নজর দিয়েছিলেন।
এ বার তিন থেকে চার হয়েছেন গুরমিত-দেবিন। শুরু হতে চলেছে তাঁদের নতুন অধ্যায়।