TRENDING:

Debina Bonerjee Motherhood: সন্তানলাভের জন্য আকুপাংচারে সূচবিদ্ধও হন, সব বাধা পেরিয়ে মা হলেন দেবিনা

Last Updated:

Debina Bonerjee Motherhood: সামাজিক মাধ্যমে৷ সঙ্গে সদ্যোজাতর পায়ের অংশ দেখা যাচ্ছে, এমন ভিডিও শেয়ার করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মা হলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (বনার্জি)৷ দেবিনা এবং তাঁর স্বামী গুরমিত (Gurmeet Choudhary) এই সুখবর জানিয়েছেন সামাজিক মাধ্যমে৷ সঙ্গে সদ্যোজাতর পায়ের অংশ দেখা যাচ্ছে, এমন ভিডিও শেয়ার করেছেন৷ রবিবার ভূমিষ্ঠ হয়েছে এই অভিনেতা দম্পতির কন্যাসন্তান৷(Debina Bonerjee gives birth to a girl)
Debina Bonerjee Motherhood
Debina Bonerjee Motherhood
advertisement

দেবিনা গুরমিতের পোস্টে উচ্ছ্বসিত শুভেচ্ছা জানিয়েছেন অভিনয় ইন্ডাস্ট্রির নানা মুখ৷ ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র তারকা মুনমুন দত্ত স্বাগত জানিয়েছেন ছোট্ট নতুন অতিথিকে৷ শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন বিজলানিও৷

‘রামায়ণ’ ধারাবাহিকে ‘সীতা’-র ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন দেবিনা এ বছরের শুরুতে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন৷ বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর জানিয়েছিলেন তিনি৷ সম্প্রতি শেয়ার করেছিলেন কতটা বাধা বিপত্তি পেরিয়ে সন্তানলাভ করতে পেরেছেন তিনি ৷

advertisement

আরও পড়ুন : রমজান মাসে রোজা রাখার সময় সেহরি ও ইফতারে কী খাবেন, দেখে নিন

নিজের ভ্লগে দেবিনা জানিয়েছেন তিনি চিকিৎসক, স্ত্রীরোগবিশেষজ্ঞ, আইভিএফ বিশেষজ্ঞের দরজায় দরজায় ঘুরেছেন সমস্যার আসল কারণ জানার জন্য৷ তার পর তিনি জানতে পারেন যে এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত তিনি৷ এর পর আকুপাংচার থেরাপি করা হয়৷ যাতে শরীর থেকে সব বিষাক্ত জিনিস বেরিয়ে যায়৷ তিনি জানান, এন্ডোমেট্রিওসিস থেকে মুক্তি পেতে সম্ভাব্য সব চিকিৎসা করিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন : লাল পোশাকের সঙ্গে কপালে চন্দনের ফোঁটা, সাধভক্ষণে দেবিনা যেন বিয়ের কনে

এন্ডোমেট্রিওসিস হল সেই সমস্যা যেখানে ইউটেরাসের ভিতরে রক্তপাত হয়৷ ফলে সন্তানধারণে সমস্যা ও জটিলতা হয়৷ সমস্যামুক্তির জন্য দেবিনা অ্যালোপেথিক এবং আয়ুর্বেদিক-দু’ ধরনের চিকিসাপদ্ধতির শরণ নেন৷ চিনা চিকিৎসাপদ্ধতিতে ফার্টিলিটি বৃদ্ধির জন্য আকুপাংচারে কানের মধ্যে সূচ প্রবেশ করানো হয়৷ প্রতিদিন এই চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে৷ রোজ সকাল ১০ টায় শুরু হত আকুপাংচারের সূচবিদ্ধ হওয়ার পর্ব৷

advertisement

আরও পড়ুন : বলিউডে আত্মপ্রকাশের আগেই এ কী করে বসলেন ক্যাটরিনার বোন ইসাবেল!

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

টিনসেল টাউনে দেবিনাই নতুন মা নন৷ রবিবার ভারতী সিং জন্ম দিয়েছেন পুত্রসন্তানের৷ ইনস্টাগ্রামে তিনি জানান মা হওয়ার খবর৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Debina Bonerjee Motherhood: সন্তানলাভের জন্য আকুপাংচারে সূচবিদ্ধও হন, সব বাধা পেরিয়ে মা হলেন দেবিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল