TRENDING:

Death News: প্রয়াত 'পাতাললোক' অভিনেতা জয়দীপ আহলাওয়াতের বাবা... গোপনীয়তা প্রার্থনা অভিনেতার

Last Updated:

জয়দীপ আহলাওয়াতের বাবা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবনে চলার পথে বারবার নিজের বাবার অণুপ্রেরণার কথা বলেছেন অভিনেতা। ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর ভূমিকায় পাতাললোক সিজন-২তে পুনরায় অভিনয় করতে চলেছেন জয়দীপ। দ্বিতীয় সিজনের প্রিমিয়ার ১৭ জানুয়ারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াত পাতাললোক খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াতের বাবা। গ্যাংস অফ ওয়াসেপুর, রাজি, এবং পাতাল লোকের মতো সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন জয়দীপ আহালওয়াত। সম্প্রতি পাতাললোকের দ্বিতীয় পর্ব আসছে। তারই প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। সেইসময় আচমকাই আসে বাবার মৃত্যু সংবাদ।
News18
News18
advertisement

একটি বিবৃতিতে তাঁর টিম জানিয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি জয়দীপ আহলাওয়াতের বাবা আর নেই। তাঁর পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তার অনুরোধ করছেন।’

আরও পড়ুন : এ বার বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত দৌড়বে মেট্রো? সিদ্ধান্ত জানাবে যাদবপুর

জয়দীপ আহলাওয়াতের বাবা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবনে চলার পথে বারবার নিজের বাবার অণুপ্রেরণার কথা বলেছেন অভিনেতা। ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর ভূমিকায় পাতাললোক সিজন-২তে পুনরায় অভিনয় করতে চলেছেন জয়দীপ। দ্বিতীয় সিজনের প্রিমিয়ার ১৭ জানুয়ারি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: প্রয়াত 'পাতাললোক' অভিনেতা জয়দীপ আহলাওয়াতের বাবা... গোপনীয়তা প্রার্থনা অভিনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল