শাবানা আজমি তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি গ্রুপ ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে তন্নিষ্ঠা, উর্মিলা মাতন্ডকর, সন্ধ্যা মৃদুল, শাহানা গোস্বামী, দিব্যা দত্ত এবং আজমি নিজেই রয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েদের দলের সঙ্গে একসঙ্গে হাসিমুখে মেতে উঠেছেন তন্নিষ্ঠা। তাঁর ক্যানসার চিকিৎসা চলাকালীনই এই ছবি তৈরি করেছেন নায়িকা। আরেকটি ভিডিওতে, তন্নিষ্ঠাকে কেক কাটতে দেখা যাচ্ছে, যখন তাঁর বন্ধুরা তাঁকে নিয়ে উল্লাস করছেন। তাঁকে ‘টাইগার ট্যান’ বলে সম্বোধন করা হয়েছে। ক্যানসার ধরা পড়ার পর তন্নিষ্ঠা তাঁর ছবির পোস্ট-প্রোডাকশন শেষ করেছেন।
advertisement
শাবানা আজমি ক্যাপশনে লিখেছেন, “টাইগার ট্যানকে ধন্যবাদ, যখন সে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে, তাঁর পরিচালনার কাজ নিয়ে যা সে তাঁর ক্যানসারের চিকিৎসার সময় সম্পন্ন করেছে। তুমি জিব্রাল্টারের রক।” ‘ফুল প্লেট’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কীর্তি কুলহারি, সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন মনিকা ডোগরা, শারিব হাশমি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির প্রিমিয়ার হবে ২০২৫ সালের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আরও পড়ুন: ‘না, আমি এটা কিছুতেই খুলব না’, পরীক্ষা না দিয়েই ফিরে গেলেন এসএসসি চাকরিপ্রার্থী! কী ঘটল জানেন?
বাংলায় ‘বিবর’ ছবিতে নজর কেড়েছিলেন তন্নিষ্ঠা। ‘গুলাব গ্যাং’, ‘জোরাম’, ‘পার্চড’, ‘ইয়েলো বাস’, ‘বেয়ন্ড দ্য ক্লাউডস’-সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। মাত্র ৪৪ বছর বয়সে ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত তন্নিষ্ঠা।