Bollywood Love Stories:ছেলের প্রেমিকার ঠোঁটে চুমু, বাবার 'কীর্তি' জেনে বিয়ে ভেঙেছিলেন সুপারহিট নায়ক, সেই প্রেমিকাও কিন্তু নামযাদা নায়িকা, বাবা তো কিংবদন্তী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রেমিকাকে চুমু খেয়েছিলেন বাবা, আর তাতেই বাবা ও প্রেমিকার উপর রেগে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন সুপারহিট নায়ক। সেই প্রেমিকা কিন্তু বলিউডের নামজাদা নায়িকা, বাবা তো কিংবদন্তী অভিনেতা। চরিত্রদের চিনতে পারছেন?
advertisement
1/9

 প্রেমিকাকে চুমু খেয়েছিলেন বাবা, আর তাতেই বাবা ও প্রেমিকার উপর রেগে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন সুপারহিট নায়ক। সেই প্রেমিকা কিন্তু বলিউডের নামজাদা নায়িকা, বাবা তো কিংবদন্তী অভিনেতা। চরিত্রদের চিনতে পারছেন?
advertisement
2/9
 কথা হচ্ছে রানি মুখোপাধ্যায় আর অভিষেক বচ্চনের! একসময় বলিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত, দু'জনের প্রেম কাহিনির নানা মুখরোচক কিস্যা। মাঝখানে নাকি গোল পাকালেন অমিতাভ বচ্চন। ৩৫ বছরের ছোট রানিকে অনস্ক্রিনে চুমু খেয়েছিলেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ ! বলিউডের গুঞ্জন, বাবার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বলে প্রেমিকা রানির উপর রেগে গিয়ে সম্পর্কটাই ভেঙে দিয়েছিলেন অভিষেক বচ্চন।
advertisement
3/9
 পুরো বিষয়টি ঘটে ২০০৫ সালে সঞ্জয় লীলা ভনসালির ছবি 'ব্ল্যাক'-এ! সেখানে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। ছবির একটি দৃশ্যে রানি আর অমিতাভের লিপকিসের দৃশ্য ছিল। আর সেই দৃশ্যই কাল হল রানির ব্যক্তিগত জীবনের জন্য। বাবার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর উপর রেগে গেলেন অভিষেক। খাপ্পা হয়েছিলেন জয়া বচ্চনও।
advertisement
4/9
 ২০০১ সালে ‘বস ইতনা সা খোয়াব হ্যায়’ ছবিতে একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন অভিষেক এবং রানি। তার পর ‘বান্টি অউর বাবলি’, ‘কভি অলবিদা না কহেনা’, ‘যুবা’-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে দু'জনে একসঙ্গে অভিনয় করেছেন।
advertisement
5/9
 বলিপাড়ার গুঞ্জন, শুধুই পর্দা নয়, শ্যুটিংয়ের বাইরেও জমতে লাগল রানি আর অভিষেকের কেমিস্ট্রি। ছুটতে লাগল তাঁদের প্রেমের রেলগাড়ি। বচ্চন পরিবারের সঙ্গেও একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানে রানিকে দেখতে পাওয়া যায়। কিন্তু আচমকাই ছন্দপতন!
advertisement
6/9
 অভিষেক এবং রানির সম্পর্কে ধূমকেতুর মতো আছড়ে পড়ল ‘ব্ল্যাক’ ছবির সেই অন্তরঙ্গ দৃশ্য। চিত্রনাট্যের প্রয়োজনে রানির ঠোঁটে চুমু খেয়েছিলেন অমিতাভ। আর তাতেই রানি চোখের বিষ হয়ে উঠলেন অভিষেক আর জয় বচ্চনের।
advertisement
7/9
 গুঞ্জন, 'ব্ল্যাক' মুক্তির পর হঠাৎ করেই রানির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন অভিষেক। 'হবু শ্বশুর'কে রানি চুমু খেয়েছেন, সেটা নাকি মানতে পারেননি বচ্চন পুত্র।
advertisement
8/9
 ২০০৭ সালে বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে বিয়ে করেছিলেন অভিষেক। অথচ বিয়ের অনুষ্ঠানে অতিথিদের তালিকায় নাম ছিল না রানির। তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন অভিনেত্রী।
advertisement
9/9
 অভিষেকের বিয়ের সাত বছর পর বিয়ে করেন রানি। ২০১৪ সালে বলিপাড়ার জনপ্রিয় ছবিনির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নায়িকা।
