সম্প্রতি, রণবীরের গালি বয় সহ-অভিনেতা আলিয়া ভাট তাঁর আগামী ছবি 'ডার্লিংস'-এর প্রচারে এসেছিলেন। সেখানে নাযিকাকে নগ্ন ফটোশুট সম্পর্কে বহুল আলোচিত প্রশ্ন করা হয়েছিল। অভিনেত্রী গোলিয়ন কি রাসলীলা রাম লীলা তারকা সম্পর্কে স্পষ্ট জানান, 'আমি এই বিষয়টা সহ্য করতে পারি না..."
আরও পড়ুন: 'পাঠান' পোস্টারে দীপিকার ভয়ঙ্কর লুক! নায়িকাকে 'বন্দুক এবং লাবণ্য' বলেছেন শাহরুখ
advertisement
প্রশংসা আর নিন্দার জোর টক্কর চলছে। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসা অনুচিত। কেউ প্রশ্ন তুলছেন, কোনও মহিলা এমন করলে কি মেনে নেওয়া হত?
আরও পড়ুন: একেবারেই বাবার মেয়ে! সৃজিতের প্রিয় গোয়েন্দা চরিত্র এঁকে উপহার দিল আয়রা
এই সাহসী অবতারে রণবীরকে দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। রণবীর যদিও বলেছেন যে, ক্যামেরার সামনে নগ্ন হওয়া তাঁর কাছে বিরাট কোনও বিষয় নয়। তাঁর কথায়, তিনি দর্শকদের সামনে নিজের মন ও আত্মাকে নগ্ন করেছে অভিনয়ের জন্য। ওটাই আসল নগ্নতা তাঁর কাছে। তবে এর আগেও ন্যুড ফোটোশ্যুটে ভাইরাল হয়েছিলেন রণবীর। আর একাধিক বার সাহসী পদক্ষেপ, সাহসী সাজ পোশাকে চোখ টেনেছেন অভিনেতা।