আরও পড়ুন, বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল
আরও পড়ুন - '১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক বলেও উল্লেখ করেন৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে তিনি বলেন, যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উৎসব আসলে উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার৷
advertisement
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে, ‘‘ রয়াল বেঙ্গল টাইগার হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। কমন ম্যানদের জন্য এঁরা সকলে স্টার। স্টাররা আসবে, যাবে, কিন্তু সাধারণ মানুষ থাকবে।’’ এই কথার শেষেই তিনি উল্লেখ করেন শাহরুখ খানের ছবির সংলাপও, ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যা পাওয়ার অফ কমন ম্যান৷’’