আরও পড়ুন-‘সব ভারতীয়র গর্ব হারনাজ...তোমার জন্য গর্বিত ’, ট্যুইট সুস্মিতা সেনের
সোমবার দুই অভিনেত্রীর কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে আসে ৷ আপাতত আইসোলেশনে থাকবেন তাঁরা ৷ করিনা ও অমৃতার সংস্পর্শে বিগত কয়েকদিনে যাঁরা এসেছেন, তাঁদের সকলেরই কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে (Kareena Kapoor and Amrita Arora Covid Positive) ৷
advertisement
কোনও পার্টি হোক বা গেট টুগেদার ৷ করিনা এবং অমৃতা দু’জনকে প্রায়শই একসঙ্গে দেখা যায় ৷ কয়েকদিন আগেই করিশ্মা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে একটি হাউজ পার্টিতে দেখা গিয়েছিল দুই অভিনেত্রীকে ৷ তার কয়েক সপ্তাহ আগেও একটি পার্টিতে দেখা যায় দু’জনকে ৷ সেখানে আরও বেশ কয়েকজন সেলিব্রিটি ছিলেন ৷ করোনার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে করিনা এবং অমৃতাকে ৷
আরও পড়ুন-জিন্সে এই ছোট পকেটটি থাকে কেন ? কারণ জানেন না অনেকেই
আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের মা হন করিনা ৷ তাঁদের ছেলের নাম রাখা হয় জাহাঙ্গির আলি খান ৷