TRENDING:

Kareena Kapoor Covid Positive: করোনা আক্রান্ত করিনা কাপুর ও বান্ধবী অমৃতা অরোরা ! রয়েছেন আইসোলেশনে

Last Updated:

Kareena Kapoor and Amrita Arora Covid Positive: করোনা আক্রান্ত করিনা কাপুর খান। একই সঙ্গে কোভিডে আক্রান্ত তাঁর বান্ধবী, অভিনেত্রী অমৃতা অরোরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দেশে ওমিক্রন আতঙ্কের মধ্যেই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল করিনা কাপুর খান এবং তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ অভিনেত্রী অমৃতা অরোরার (Kareena Kapoor Khan and Amrita Arora have tested positive for COVID-19) ৷
Kareena Kapoor and Amrita Arora
Kareena Kapoor and Amrita Arora
advertisement

আরও পড়ুন-‘সব ভারতীয়র গর্ব হারনাজ...তোমার জন্য গর্বিত ’, ট্যুইট সুস্মিতা সেনের

সোমবার দুই অভিনেত্রীর কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে আসে ৷ আপাতত আইসোলেশনে থাকবেন তাঁরা ৷ করিনা ও অমৃতার সংস্পর্শে বিগত কয়েকদিনে যাঁরা এসেছেন, তাঁদের সকলেরই কোভিড পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে (Kareena Kapoor and Amrita Arora Covid Positive) ৷

advertisement

advertisement

কোনও পার্টি হোক বা গেট টুগেদার ৷ করিনা এবং অমৃতা দু’জনকে প্রায়শই একসঙ্গে দেখা যায় ৷ কয়েকদিন আগেই করিশ্মা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে একটি হাউজ পার্টিতে দেখা গিয়েছিল দুই অভিনেত্রীকে ৷ তার কয়েক সপ্তাহ আগেও একটি পার্টিতে দেখা যায় দু’জনকে ৷ সেখানে আরও বেশ কয়েকজন সেলিব্রিটি ছিলেন ৷ করোনার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে করিনা এবং অমৃতাকে ৷

advertisement

আরও পড়ুন-জিন্সে এই ছোট পকেটটি থাকে কেন ? কারণ জানেন না অনেকেই

আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের মা হন করিনা ৷ তাঁদের ছেলের নাম রাখা হয় জাহাঙ্গির আলি খান ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor Covid Positive: করোনা আক্রান্ত করিনা কাপুর ও বান্ধবী অমৃতা অরোরা ! রয়েছেন আইসোলেশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল