TRENDING:

ট্যাক্সি চালিয়ে রোজগার, 'গজোধর ভাইয়া' রাজু রেখে গেলেন তাঁর হাস্যরসের পাঁচালি

Last Updated:

কেবল এক বার ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল তাঁকে। হাত পা নাড়িয়ে ইশারা করতে পারছিলেন। উন্নতি হচ্ছিল খানিক। কিন্তু ফের ধুম জ্বরে কাবু হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আর উঠলেন না রাজু শ্রীবাস্তব। লড়াই গেল থেমে। চলে গেলেন কমেডিয়ান। চোখে জল দেশবাসীর।
advertisement

গত ১০ অগাস্ট, এমনই এক বুধবার, দিল্লির এক জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেই থেকে সকলে মিলে প্রার্থনা করছিলেন, রাজু যেন চোখ খোলেন, উঠে বসেন, নিজের কথায় হাসিয়ে তোলেন। কিন্তু না, হার্ট অ্যাটাকের পর ব্রেন ড্যামেজ, বিভিন্ন ভাবে শরীরের এক একটি অঙ্গ বিকল হতে হতে আজ, বুধবার চলে গেলেন রাজু।

advertisement

কত স্বপ্ন ছিল চোখে। যে চোখ আজ নিথর। ১৯৮০-র দশকে উত্তরপ্রদেশের কানপুর থেকে তরুণ রাজু বাণিজ্যনগরীতে পা রাখেন। অভিনেতা হবেন, সেই আশা বুকভরা। কিন্তু হাতে বড় কোনও কাজ নেই।

এদিকে বাড়ি থেকে আনা টাকাকড়িও শেষের পথে। দু'বেলা পেটে দানাপানি দেওয়ার জন্য, মাথার উপরে ছাপোষা ছাদের জন্য ট্যাক্সি চালাতে শুরু করেন রাজু।

advertisement

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক

পাশাপাশি বড় বড় ছবিতে ছোট ছোট বচরিত্রে কাজ করতে থাকেন। ১৯৮৮-এর 'তেজাব', ১৯৮৯-এর 'ম্যায়নে প্যায়ার কিয়া', ১৯৯৩-এর 'বাজিগার'-এ কয়েক মুহূর্তের জন্য দেখা গিয়েছিল রাজুকে।

advertisement

প্রথম বড় কাজ পান ১৯৯৪ সালে। 'টি টাইম মনোরঞ্জন' নামক একটি অনুষ্ঠান শুরু হয় দূরদর্শন চ্যানেলে। কমেডি শো-তে কাজ করা শুরু সেই থেকে। রাজু ছাড়াও এই একটি শো অনেক উঠতি শিল্পী, স্ট্রাগলিং শিল্পী কাজ পান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, অধুনা তারকা স্মৃতি ইরানি, ব্রজেশ হিরজি।

এর পরে জনপ্রিয় শো 'শক্তিমান'-এ ধুরন্ধর সিং হিসেবে দেখা যায় রাজুকে। '৯০ দশকের কচিকাঁচাদের জন্য যেই শো-টি ছিল মুক্ত বাতাসের মতো।

advertisement

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের পর ব্রেন ড্যামেজ রাজু শ্রীবাস্তবের, এখনও ভেন্টিলেশনে কমেডিয়ান

যদিও 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' থেকেই তাঁর জীবন সব থেকে বড় এবং সফল মোড় নেয়। ২০০৫ সালে সেই শো-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে। সেই শো-তেই সুনীল পাল জয়ী হন। তৃতীয় স্থানে ছিলেন রাজু। কিন্তু বিজয়ীর থেকে অনেক বেশি জনপ্রিয় হন রাজু। তাঁর বিভিন্ন ক্লিপ চারদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন কত গৃহস্থ বাড়ির আদরের ছেলে, গজোধর ভাইয়া।

এর পর তিনি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেন। ফিরে তাকাতে হয়নি আর রাজুকে।

২০০৯ সালে 'বিগ বস ৩'-এ পা রাখেন প্রতিযোগী হিসেবে। তার পর 'নাচ বালিয়ে'তে তারকা প্রতিযোগী হিসেব্র অংশগ্রহণ করেন স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক বার 'কমেডি সার্কাস'-এ পারফর্ম করেছেন রাজু। তখন তিনি সাফল্যের শিখরেই বসে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

আরও হয়তো 'গজোধর ভাইয়া'র সৃষ্টি করার ছিল তাঁর। আরও কত মানুষকে হাসানো বাকি ছিল। কিন্তু কত কত কাজ বাকি রেখে মানুষকে কাঁদিয়ে চলে গেলেন রাজু। বিদায় শ্রীবাস্তব।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ট্যাক্সি চালিয়ে রোজগার, 'গজোধর ভাইয়া' রাজু রেখে গেলেন তাঁর হাস্যরসের পাঁচালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল