TRENDING:

Coldplay Concert: কনসার্টের টিকিট নিয়ে ভয়ঙ্কর কালোবাজারি! আচমকা বড় ঘোষণা কোল্ডপ্লে-র? মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের...

Last Updated:

Coldplay Concert: সাম্প্রতিক এক বার্তালাপে ক্রিস মার্টিন এই বিষয়টির উপর সীলমোহর দিয়ে জানিয়েছেন যে, ব্যান্ডের বাইরে গিয়ে এবার সঙ্গীতশিল্পীদের ব্যক্তিগত সফর উপভোগ করার পালা। ইতিমধ্যেই ৯টি অ্যালবাম রিলিজ করেছে কোল্ডপ্লে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ইতিমধ্যেই মুম্বইয়ে কোল্ডপ্লে-র পারফরম্যান্স নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। আর এই আবহেই ওই ব্যান্ডের ঘোষণা, নিজেদের দ্বাদশতম স্টুডিও অ্যালবাম মুক্তির পরে তারা অবসর গ্রহণ করবে। সাম্প্রতিক এক বার্তালাপে ক্রিস মার্টিন এই বিষয়টির উপর সীলমোহর দিয়ে জানিয়েছেন যে, ব্যান্ডের বাইরে গিয়ে এবার সঙ্গীতশিল্পীদের ব্যক্তিগত সফর উপভোগ করার পালা। ইতিমধ্যেই ৯টি অ্যালবাম রিলিজ করেছে কোল্ডপ্লে। তাঁদের দশম অ্যালবাম Moon Music মুক্তি পাচ্ছে আগামী ৪ অক্টোবর, ২০২৪ তারিখে।
কনসার্টের টিকিট নিয়ে ভয়ঙ্কর কালোবাজারি! আচমকা বড় ঘোষণা কোল্ডপ্লে-র? মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের...
কনসার্টের টিকিট নিয়ে ভয়ঙ্কর কালোবাজারি! আচমকা বড় ঘোষণা কোল্ডপ্লে-র? মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের...
advertisement

Apple Music 1-এর সঙ্গে আলাপচারিতায় ক্রিস মার্টিন বলেন, “আমরা ১২টি অ্যালবাম করতে চলেছি। যা একেবারে খাঁটি হবে। আর সীমা থাকার অর্থ হল এই মুহূর্তে মান নিয়ন্ত্রণ থাকবে তুঙ্গে। আর গানের ক্ষেত্রে এটা করা প্রায় অসম্ভবই বটে! আর আমরা সেদিকেই এগোচ্ছি। আরও উন্নতি করার চেষ্টা করছি।”

আরও পড়ুন-         অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

advertisement

মার্টিন ব্যাখ্যা করে বলেন যে, “হ্যারি পটার রয়েছে মাত্র ৭টা। আর বিটলস অ্যালবামের সংখ্যা মাত্র সাড়ে ১২টি। বব মারলে-সহ আমাদের সব হিরোর ক্ষেত্রেই বিষয়টা এরকম।” পিপল ম্যাগাজিনকে তিনি আরও বলেন যে, “একটা ব্যান্ড হিসেবে কোনও অ্যালবামকে ভাল করতে হলে অনেক পরিশ্রম থাকে মানুষের। আর আমি চাই যে, কিছুটা হলেও তাঁরা নিজেদের জীবন বাঁচুন। যদিও ব্যান্ড অবসর নিলেও ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান এবং উইল চ্যাম্পিয়ন অন্যান্য প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন।”

advertisement

আরও পড়ুন-   শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুম্বইয়ে আসছে কোল্ডপ্লে। মাত্র মিনিট কয়েকের মধ্যেই সেই কনসার্টের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকী মারাত্মক দামে টিকিটের কালোবাজারি হয়েছে। ফলে যাঁরা কনসার্টে যোগ দেবেন বলে আশা করেছিলেন, আপাতত হতাশ হয়েছে তাঁরা। এমনকী টিকিটের কালোবাজারির অভিযোগ ওঠায় বুক মাই শো-এর সিইও-কে সম্প্রতি ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, এই কনসার্টটাই না কি বাতিল হয়ে যেতে পারে।গত ২৭ সেপ্টেম্বর বুক মাই শোয়ের সিইও আশিস হেমরাজানি এবং ওই সংস্থার টেকনিক্যাল হেডকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইকোনমিক অফেন্স উইংয়ের কাছে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা। এরপর হেমরাজানিকে আবার ৩০ সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Coldplay Concert: কনসার্টের টিকিট নিয়ে ভয়ঙ্কর কালোবাজারি! আচমকা বড় ঘোষণা কোল্ডপ্লে-র? মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল