Apple Music 1-এর সঙ্গে আলাপচারিতায় ক্রিস মার্টিন বলেন, “আমরা ১২টি অ্যালবাম করতে চলেছি। যা একেবারে খাঁটি হবে। আর সীমা থাকার অর্থ হল এই মুহূর্তে মান নিয়ন্ত্রণ থাকবে তুঙ্গে। আর গানের ক্ষেত্রে এটা করা প্রায় অসম্ভবই বটে! আর আমরা সেদিকেই এগোচ্ছি। আরও উন্নতি করার চেষ্টা করছি।”
advertisement
মার্টিন ব্যাখ্যা করে বলেন যে, “হ্যারি পটার রয়েছে মাত্র ৭টা। আর বিটলস অ্যালবামের সংখ্যা মাত্র সাড়ে ১২টি। বব মারলে-সহ আমাদের সব হিরোর ক্ষেত্রেই বিষয়টা এরকম।” পিপল ম্যাগাজিনকে তিনি আরও বলেন যে, “একটা ব্যান্ড হিসেবে কোনও অ্যালবামকে ভাল করতে হলে অনেক পরিশ্রম থাকে মানুষের। আর আমি চাই যে, কিছুটা হলেও তাঁরা নিজেদের জীবন বাঁচুন। যদিও ব্যান্ড অবসর নিলেও ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান এবং উইল চ্যাম্পিয়ন অন্যান্য প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন।”
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুম্বইয়ে আসছে কোল্ডপ্লে। মাত্র মিনিট কয়েকের মধ্যেই সেই কনসার্টের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকী মারাত্মক দামে টিকিটের কালোবাজারি হয়েছে। ফলে যাঁরা কনসার্টে যোগ দেবেন বলে আশা করেছিলেন, আপাতত হতাশ হয়েছে তাঁরা। এমনকী টিকিটের কালোবাজারির অভিযোগ ওঠায় বুক মাই শো-এর সিইও-কে সম্প্রতি ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, এই কনসার্টটাই না কি বাতিল হয়ে যেতে পারে।গত ২৭ সেপ্টেম্বর বুক মাই শোয়ের সিইও আশিস হেমরাজানি এবং ওই সংস্থার টেকনিক্যাল হেডকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইকোনমিক অফেন্স উইংয়ের কাছে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা। এরপর হেমরাজানিকে আবার ৩০ সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ।