সোনালি অভিনীত ‘দাদার কীর্তি’, ‘সংসার সংগ্রাম’ ছবির কথাও উল্লেখ করা হয়েছে শোকবার্তায়৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই শোকবেদনায় বলা হয়েছে ‘জননী’, ‘গাঁটছড়া’-র মতো জনপ্রিয় ধারাবাহিকের কথাও৷ তাঁর মৃত্যুতে অভিনয় জগতের বড় ক্ষতি হল ৷ সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সোমবার ভোরে কলকাতার এক নামী হাসপাতালে প্রয়াত হন অভিনেত্রী সোনালি৷ দীর্ঘ অসুস্থতার পর তিনি বিদায় নিলেন জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে৷ গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সোনালি৷ পেটে জল জমেছিল বলেই প্রাথমিক ভাবে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তা ছাড়া শরীরে আরও নানা ধরনের জটিলতা ছিল। একইসঙ্গে ডায়াবেটিস, থাইরয়েড এবং লিভারের সমস্যা ছিল। ভেন্টিলেশনে রেখেও তাঁর চিকিৎসা করা হয়৷ চিকিৎসকরা আশ্বাস দিয়েছিলেন আবার অভিনয়ে ফিরতে পারবেন সোনালি৷ শুরু করতে পারবেন অভিনেত্রী জীবন৷ কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হল না৷
advertisement
আরও পড়ুন : প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী, বিনোদন জগতে শোকের ছায়া
আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত, ভর্তি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে
দীর্ঘ অভিনয়জীবনে বহু ছবি, ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি৷ অসুস্থতার জন্য বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে৷ ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি তথা শোলাঙ্কি রায়ের জেঠিমার চরিত্রে সম্প্রতি অভিনয় করছিলেন৷ গত ১৮ অগাস্ট শেষ বার এই ধারাবাহিকে অভিনয়ের জন্য শ্যুটিং ফ্লোরে গিয়েছিলেন৷ তার পর আর ফিরতে পারেননি লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়৷ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন সোনালি৷ রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে সহকারী পরিচালক সংজ্ঞা এবং অগণিত অনুরাগীকে৷