প্রভা আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানায় গান গাইতেন। ভারত সরকারের তরফে মোট তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: বিয়ের আগেই মা হয়ে গেলেন? গৌরব ও তাঁর রুশ প্রেমিকার কোলে একরত্তি! ‘ছোট্ট সারপ্রাইজ’ বলে চমক যুগলের
সূত্রের খবর, ‘‘আত্রে তাঁর বাসভবনে ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তাঁকে শহরের কোথরুদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে সকাল ৫:৩০টায় মৃত ঘোষণা করা হয়।’’
advertisement
যেহেতু আত্রের পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন, তাঁরা পুণে পৌঁছনোর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সূত্র।
১৯৩২ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম প্রভা আত্রের। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। ধ্রুপদী কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখিকা হিসেবেও সুখ্যাতি ছিল প্রভা আত্রের। বিজ্ঞান এবং আইনে স্নাতক পাশ করেছেন। সঙ্গীতেও তাঁর ডক্টরেট ছিল।
২০২২ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। এর আগে তিনি ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০২২ সালে পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন।