TRENDING:

Actor Jeet Fan turned Music Director: ছোটবেলার হিরো জিৎ, তাঁর ছবিতেই এখন মিউজিক দিচ্ছেন 'ভক্ত' রজত ঘোষ!

Last Updated:

রজতের এমন দক্ষতায় অনেকেই তাক লেগে যেতেন। জিতের একাধিক গান নিজের কণ্ঠে গাইতে পারতেন তিনি, আর এতটাই নিখুঁতভাবে জিতের কণ্ঠ অনুকরণ করতেন যে অনেকে চোখ বুজে শুনলে বিভ্রান্ত হতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: ছেলেবেলার হিরো জিৎ, এবার তাঁর সিনেমায় সুর দিচ্ছেন বসিরহাটের রজত ঘোষ। ছোটবেলায় সিনেমা মানেই ছিল জিতের ছবি। ৯০-এর দশকে ‘সাথী’, ‘সঙ্গী’, ‘নাটের গুরু’-র মতো সিনেমা কিশোর রজতের মনে এক অন্যরকম দাগ কেটে যায়। স্কুলের ক্লাসরুমে জিতের সংলাপ বলা, বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে তাঁর সিনেমার পোস্টার জমানো, এমনকি তার কন্ঠ নকল করে গান গেয়ে শোনানো—সবটাই ছিল রজতের নেশার মতো।
advertisement

রজতের এমন দক্ষতায় অনেকেই তাক লেগে যেতেন। জিতের একাধিক গান নিজের কণ্ঠে গাইতে পারতেন তিনি, আর এতটাই নিখুঁতভাবে জিতের কণ্ঠ অনুকরণ করতেন যে অনেকে চোখ বুজে শুনলে বিভ্রান্ত হতেন। আজ সেই ছেলেবেলার অন্ধ ভক্তই ত্রিশের যুবক হয়ে নিজের জায়গা তৈরি করেছেন সঙ্গীতের জগতে। রজত ঘোষ, বসিরহাট মহকুমার ভ্যাবলা এলাকার বাসিন্দা, ইতিমধ্যেই বলিউড ও টলিউড-দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

advertisement

আরও পড়ুনInterview: ছোটদের ছবি তৈরি করতে চান প্রযোজকরা, তাহেল কেন বেশি হয়না জানি না: সৌকর্য ঘোষাল

আর এবার তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। তারই ছেলেবেলার হিরো, অনুপ্রেরণা, আইডল জিতের একটি নতুন সিনেমায় সঙ্গীত পরিচালনার সুযোগ পেলেন তিনি। রজতের কাছে এ যেন স্বপ্নের চেয়েও বড় কিছু। রজতের কথায়, “ছোটবেলায় ভাবতাম, যদি কোনও দিন জিতদার সঙ্গে কাজ করার সুযোগ পাই! আজ সেটা সত্যি হল। শুধু নিজের জন্য নয়, বসিরহাটের প্রতিটা স্বপ্ন দেখা ছেলেমেয়ের জন্য এটা বার্তা—স্বপ্ন যদি মন থেকে দেখো, একদিন সেটা ছুঁতে পারবেই।” এখন শুধু সঙ্গীত নয়, আবেগ, স্মৃতি আর ভালবাসার ছোঁয়াতেই তৈরি হবে জিতের নতুন ছবির সুর। বসিরহাটের রজতের এই অর্জন নিঃসন্দেহে গর্বের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Jeet Fan turned Music Director: ছোটবেলার হিরো জিৎ, তাঁর ছবিতেই এখন মিউজিক দিচ্ছেন 'ভক্ত' রজত ঘোষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল