রজতের এমন দক্ষতায় অনেকেই তাক লেগে যেতেন। জিতের একাধিক গান নিজের কণ্ঠে গাইতে পারতেন তিনি, আর এতটাই নিখুঁতভাবে জিতের কণ্ঠ অনুকরণ করতেন যে অনেকে চোখ বুজে শুনলে বিভ্রান্ত হতেন। আজ সেই ছেলেবেলার অন্ধ ভক্তই ত্রিশের যুবক হয়ে নিজের জায়গা তৈরি করেছেন সঙ্গীতের জগতে। রজত ঘোষ, বসিরহাট মহকুমার ভ্যাবলা এলাকার বাসিন্দা, ইতিমধ্যেই বলিউড ও টলিউড-দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন।
advertisement
আরও পড়ুনInterview: ছোটদের ছবি তৈরি করতে চান প্রযোজকরা, তাহেল কেন বেশি হয়না জানি না: সৌকর্য ঘোষাল
আর এবার তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। তারই ছেলেবেলার হিরো, অনুপ্রেরণা, আইডল জিতের একটি নতুন সিনেমায় সঙ্গীত পরিচালনার সুযোগ পেলেন তিনি। রজতের কাছে এ যেন স্বপ্নের চেয়েও বড় কিছু। রজতের কথায়, “ছোটবেলায় ভাবতাম, যদি কোনও দিন জিতদার সঙ্গে কাজ করার সুযোগ পাই! আজ সেটা সত্যি হল। শুধু নিজের জন্য নয়, বসিরহাটের প্রতিটা স্বপ্ন দেখা ছেলেমেয়ের জন্য এটা বার্তা—স্বপ্ন যদি মন থেকে দেখো, একদিন সেটা ছুঁতে পারবেই।” এখন শুধু সঙ্গীত নয়, আবেগ, স্মৃতি আর ভালবাসার ছোঁয়াতেই তৈরি হবে জিতের নতুন ছবির সুর। বসিরহাটের রজতের এই অর্জন নিঃসন্দেহে গর্বের।
জুলফিকার মোল্যা