ছবির জনপ্রিয়তায় উৎসাহিত হয়ে সেটির সিক্যুয়েল তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুট। দ্বিতীয় কিস্তিতে নুসরতের সঙ্গে অভিনয় করবেন সোহা আলি খান। অভিনেত্রীর কথায়, "ভীষণ উচ্ছ্বসিত। 'ছোড়ি'-র দুনিয়ায় প্রবেশের জন্য মুখিয়ে আছি। দর্শকদের জন্য বিশেষ চমক থাকছে। গত বারের তুলনায় এ বার আরও বড় কিছু হতে চলেছে।"
আরও পড়ুন : বহু চেষ্টাতেও হয়নি সন্তানধারন, অবশেষে ৫৩ জন সন্তানের জন্মদাতার সঙ্গে যৌন সঙ্গমে মা হলেন যুবতী
advertisement
আরও পড়ুন: লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী
'ছোড়ি'র প্রথম কিস্তিতে সাক্ষীর ভূমিকায় তাক লাগিয়েছিলেন নুসরত। এ বার ফের সেই চেনা পথে হাঁটা। খুশি অভিনেত্রী। তাঁর কথায়, "এই ছবির অংশ হতে পেরে খুব খুশি। যে চরিত্রে আমি অভিনয় করব, সেটি সত্যিই খুব আলাদা এবং গুরুত্বপূর্ণ। প্রথম কিস্তিটা খুব ভাল লেগেছিল। দ্বিতীয়টা নিয়েও আশাবাদী।"