TRENDING:

Chemistry Mashi Review: জীবনের সিলেবাসে যাঁরা কেমিস্ট্রিতে কাঁচা, তাঁদের কেমিস্ট্রিতেই বাঁচা

Last Updated:

Chemistry Masi Review: সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজেই ওটিটি-তে আত্মপ্রকাশ হয়েছে দেবশ্রী রায়ের৷ বিনোদনের এই নতুন মাধ্যমে আবির্ভাবেই বাজিমাত করেছেন তিনি৷ অভিনয় দক্ষতার রসায়নে বুঝিয়েছেন মাধ্যম যা-ই হোক না কেন৷ কুশীলবের দক্ষতাই শেষ কথা৷ লিখছেন অর্পিতা রায়চৌধুরী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘কেমিস্ট্রি’ এবং ‘মাসি’ এই দুই শব্দ যে পাশাপাশি বসতে পারে, সেটাই এতদিন গতানুগতিক চিন্তাভাবনার বাইরে ছিল৷ সেই ভাবনাকেই ছকভাঙা চিন্তায় দ্রবীভূত করেছে হইচই-এর সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’৷ জায়মান হয়ে মিলিয়ে গিয়েছে পুরনো চিন্তাভাবনা ও হিসেবনিকেশ। সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজেই ওটিটি-তে আত্মপ্রকাশ হয়েছে দেবশ্রী রায়ের৷ বিনোদনের এই নতুন মাধ্যমে আবির্ভাবেই বাজিমাত করেছেন তিনি৷ অভিনয় দক্ষতার রসায়নে বুঝিয়েছেন মাধ্যম যা-ই হোক না কেন৷ কুশীলবের দক্ষতাই শেষ কথা৷
সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজেই ওটিটি-তে আত্মপ্রকাশ দেবশ্রী রায়ের
সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজেই ওটিটি-তে আত্মপ্রকাশ দেবশ্রী রায়ের

Chemistry Mashi U/A

3/5
14 February 2024|Bengali3 hrs 0 mins|OTT Series
Starring:Debashree Roy, Shankar Chakraborty, Saptarshi Maulik, Sreya Bhattacharya, Ritwika Pal, Soumya MukherjeeDirector:Sourav ChakrabortyMusic:Amit Bose , Yash Gupta , Iman Chakraborty
Watch Trailer
advertisement

দেবশ্রী রায় অভিনীত শেষ ধারাবাহিক ‘সর্বজয়া’-র চরিত্রের কিছুটা হলেও ছায়া পড়েছে কেমিস্ট্রি মাসি সুচরিতা লাহিড়ির উপর৷ কাহিনিতে সুচরিতা জৈব রসায়নে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম৷ কিন্তু তাঁর ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ পরিচয় চলে গিয়েছে বৈঠককানার মানানসই কুশনকভারে আড়ালে আর রান্নাঘরে ফোড়নের ছ্যাঁকছোঁকে৷ ওজনদার সরকারি চাকুরে স্বামী সুশোভন চান তাঁর স্ত্রীর পরিচয়েই খুশি থাকুন সুচরিতা৷ ছেলে ঋভুরও ইচ্ছে, জীবনে বেশি পরীক্ষা নিরীক্ষার পথে যেন মা না হাঁটেন৷ তবুও সুচরিতার পড়ানোর ইচ্ছে, শিক্ষকতার স্বপ্ন পল্লবিত হতে থাকে গৃহকোণের পাতাবাহারের মতোই৷

advertisement

ইচ্ছে আর ভালবাসাকে লালন করতেই যেন সুচরিতা পড়ান৷ তাঁর গৃহ সহায়িকার ছেলের কেমিস্ট্রি দিদিমণি হয়ে ওঠেন৷ তাঁর সেই ছোট্ট পা ফেলাই একদিন হয়ে দৃপ্ত পদচারণা৷ অনলাইন শিক্ষকতার মধ্যমণি হয়ে ওঠেন সুচরিতা৷ ঘরে ঘরে পড়ুয়াদের অগাধ ভরসা কেমিস্ট্রি মাসির উপর৷ যাত্রার এই উড়ানে সুচরিতা বাড়িতে সাহায্য পান কেবল তাঁর পুত্রবধূর৷ পরের প্রজন্মের এই তরুণীর সাহচর্যেই সুচরিতা ক্যামেরার মুখোমুখি হয়ে কাটিয়ে ওঠেন আড়ষ্টতা৷ বুঝতে পারেন রান্নাঘরই সবথেকে বড় রসায়নের পরীক্ষাগার৷ তাই রান্না করতে করতে, রান্নার উপকরণের যুগলবন্দিতেই প্রাঞ্জল করে তোলেন কেমিস্ট্রির গূঢ় তত্ত্ব৷ বুঝিয়ে দেন সমীকরণের জটিলতা৷

advertisement

আরও পড়ুন : দুই হাতে দু’টো বন্দুক, আর এক হাতে একটা টর্চ নিয়ে রেকর্ড ভাঙা চুম্বনে হৃদয়হরণ দীপক চ্যাটার্জির, থুড়ি আবীরের!

সহজ, সাবলীল কথা বলা, পাঠ্য বোঝানোই কেমিস্ট্রি মাসির তুরুপের তাস৷ কিন্তু সুচরিতার জনপ্রিয়তা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দুর্বোধ্য হয়ে ওঠে তাঁর অন্দরমহলের সহজপাঠ ৷ অনলাইন কোচিং-য়ের ক্লাস নেওয়ার ভিডিও রেকর্ড করতে শেষে বাড়ি ছাড়েন তিনি৷ বাড়ি ছাড়লেও সংসার ছাড়েননি৷ অন্যত্র একাকী থাকতে শুরু করলেও তাঁর সুচারু, সুপটু নির্দেশেই চলত ঘরকন্না৷ দৃঢ়চেতা স্ত্রীর একরোখা মনোভাবে সায় না থাকলেও শেষ পর্যন্ত তাঁকে অসম্মান করেননি উচ্চপদস্থ স্বামী৷

advertisement

কেমিস্ট্রি মাসি সুচরিতার চরিত্রে কোথায় যেন উঁকি দিয়ে যান বাস্তবে অনলাইন শিক্ষকতার দুনিয়ায় তুমুল জনপ্রিয় ‘খান স্যর’৷ তিনিও জনপ্রিয় তাঁর বাচনভঙ্গি ও পঠনপাঠনের প্রাঞ্জল ধরনের দৌলতে৷ তাঁদের সহজিয়া

দর্শনেই খোঁজা হয়েছে জটিল ব্যাধির উত্তর৷ উচ্চশিক্ষার পথে আর্থিক অস্বচ্ছলতার বাধাকে ধূলিসাৎ করতে ইন্টারনেট নিজেদের চ্যানেলই হাতিয়ার এই শিক্ষক শিক্ষিকাদের৷

advertisement

সহজ পথে পাওয়া সাফল্যই কেমিস্ট্রি মাসি সুচরিতাকে দাঁড় করিয়ে দিল নামী বেসরকারি শিক্ষণ-সংস্থার অসূয়ার চাঁদমারিতে৷ কারণ কেমিস্ট্রি মাসির জোয়ারের আকর্ষণে ভাটার টান তাদের পড়ুয়া সংখ্যায়৷ একজন গৃহবধূ তাঁদের মূল প্রতিপক্ষ হয়ে উঠবেন, সেটা মানতে অপারগ বড় ব্র্যান্ড৷ ফলত ষড়যন্ত্রের শিকার হয়ে জেল খাটতে হয় সুচরিতাকে৷ সমস্যায় পড়তে হয় এন্ট্রান্স বোর্ডে সুচাকুরে তাঁর স্বামীকে৷ এই সিরিজে উঠে এসেছে শিক্ষাব্যবস্থাকে জড়িয়ে একাধিক প্রাসঙ্গিক, সামাজিক ও জ্বলন্ত সমস্যা৷

অভিনয়ে দেবশ্রী রায়কে যোগ্য সঙ্গত করেছেন তাঁর স্বামীর ভূমিকায় শঙ্কর চক্রবর্তী৷ দু’জনের বলিষ্ঠ উপস্থিতিতে বাঙ্ময় হয়ে উঠেছে মধ্যবয়সি দম্পতির সম্পর্কের টানাপড়েন৷ অন্যান্য ভূমিকায় প্রশংসার দাবি রাখে শঙ্কর চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়ের অভিনয়৷ ভাবনাচিন্তার ছাপ আছে চরিত্রদের পোশাক পরিকল্পনাতেও৷ ইমন চক্রবর্তীর কণ্ঠে সিরিজের শীর্ষ সঙ্গীতও শ্রুতিমধুর৷ তবে সংলাপে আরও শান, প্রাণ এবং গতি প্রয়োজন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুরের 'এই' জায়গায় বসছে রাজস্থানী পুতুলের 'মেলা', আসতেন বলিউড তারকারাও
আরও দেখুন

তাহলে কেমিস্ট্রি মাসির স্বপ্নের উড়ান কি থমকে গেল? নাকি ভুলে ভরা সিস্টেমের বিরুদ্ধে জারি থাকবে সুচরিতার লড়াই? উত্তর নিয়ে আসবে সিরিজের দ্বিতীয় মরশুম৷ তত দিন পর্যন্ত জীবনের সিলেবাসে যাঁরা কেমিস্ট্রিতে কাঁচা, তাঁদের কেমিস্ট্রিতেই বাঁচা জারি থাকুক৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Chemistry Mashi Review: জীবনের সিলেবাসে যাঁরা কেমিস্ট্রিতে কাঁচা, তাঁদের কেমিস্ট্রিতেই বাঁচা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল