এবার থেকে চিনি ধারাবাহিকে ইন্দ্রাণীর পরিবর্তে দেখা যাবে বিজয়লক্ষ্মীকে। তিনি এর আগে সংসার সুখের হয় রমণীর গুণে, ‘রানু পেল লটারি’র মতো বিখ্যাত সব মেগায় কাজ করেছেন। এবার ‘চিনি’তে তাকে সোমরাজ মাইতির বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। বেশ কয়েক বছর পর ‘চিনি’র হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী। কিছুদিন আগেই এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে। সেখানে নায়িকা চরিত্রে ছিলেন মৌমিতা সরকার। পরে তাঁর পরিবর্তে শ্রাবণের চরিত্রে দেখা যায় তৃণা সাহাকে।
advertisement
আরও পড়ুন: অপেক্ষার অবসান! দু’মাসের মাথায় অবশেষে মেয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী! হইচই নেটপাড়ায়
সামনে এল ‘চিনি’র নতুন প্রোমো। সেখানেই দেখা যায় বদলে গিয়েছে চিনি। ইন্দ্রাণীর পরিবর্তে বিজয়লক্ষ্মীকে দেখা যায় প্রমোতে। দেখা যায় চিনি ঠাকুরের মন্দিরে বসে গাইছে। সেখানে ঠাম্মি চিৎকার করে তাকে বাধা দেয়। আসে অপলাও। সে চিৎকার করে বলে, ‘ও ঠাকুরের সামনে আশীর্বাদ কেন চাইছে ঠাম্মি।’ তারপর হাত চেপে ধরে চিনির’। মনে করে চিনি দ্রোণকে তার থেকে কেড়ে নিতে চাইছে। আর তখনই সেখানে আসে দ্রোণ। বলে চিনির হাত ছেড়ে দেওয়ার জন্য।
আরও পড়ুন: দুঃসংবাদ দিলেন সুদীপা! ছেলে আদিদেবকে হাসপাতালে ভর্তি করাতে হয়, কেমন আছে খুদে?
অনেকেই মনে করছেন টিআরপি কম থাকার কারণে বাদ পড়লেন ইন্দ্রাণী। এই বিষয়ের সত্যতা যাচাই করে নিউজ ১৮ বাংলা। এখন দেখার পালা নতুন ‘চিনি’ বিজয়লক্ষী টিআরপি আনতে পারে কিনা।
