Subhashree Ganguly: অপেক্ষার অবসান! দু'মাসের মাথায় অবশেষে মেয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী! হইচই নেটপাড়ায়

Last Updated:
Subhashree Ganguly: গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি। সবে দুমাস হয়েছে তার। অবশেষে তার ভিডিও প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী।
1/9
গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি। সবে দুমাস হয়েছে তার। অবশেষে তার ভিডিও প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী।
গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি। সবে দুমাস হয়েছে তার। অবশেষে তার ভিডিও প্রকাশ্যে আনলেন মা শুভশ্রী।
advertisement
2/9
স্যোশাল মিডিয়াতে স্বামী রাজ চক্রবর্তী সেই খুশির খবর সব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। লক্ষীবারে একরত্তি এসেছিল সংসারে।
স্যোশাল মিডিয়াতে স্বামী রাজ চক্রবর্তী সেই খুশির খবর সব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। লক্ষীবারে একরত্তি এসেছিল সংসারে।
advertisement
3/9
তাকে দেখার জন্য মুখিয়ে রাজ-শুভশ্রীর অনুরাগীরা। খুদেকে নিয়ে নানা সময় নানা স্টোরি শুভশ্রী শেয়ার করেছেন তাঁর ইন্সট্রাগ্রাম স্টোরিতে।
তাকে দেখার জন্য মুখিয়ে রাজ-শুভশ্রীর অনুরাগীরা। খুদেকে নিয়ে নানা সময় নানা স্টোরি শুভশ্রী শেয়ার করেছেন তাঁর ইন্সট্রাগ্রাম স্টোরিতে।
advertisement
4/9
তবে খুদের কোনও ছবি বা ভিডিও কখনও প্রকাশ্যে আনেনি মা শুভশ্রী। তাই খুদে রাজকন্য়াকে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তেরা।
তবে খুদের কোনও ছবি বা ভিডিও কখনও প্রকাশ্যে আনেনি মা শুভশ্রী। তাই খুদে রাজকন্য়াকে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তেরা।
advertisement
5/9
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি বুদ্ধদেব গুহের প্রেমের গল্প 'বাবলি'র মাধ্যমে কামব্যাক করছেন।
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি বুদ্ধদেব গুহের প্রেমের গল্প 'বাবলি'র মাধ্যমে কামব্যাক করছেন।
advertisement
6/9
ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ‍্যায়কে। জোড় কদমে চলছে ছবির শ্যুটিং।
ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ‍্যায়কে। জোড় কদমে চলছে ছবির শ্যুটিং।
advertisement
7/9
তার মাঝেই সন্তানদের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন নায়িকা। তিনি ছেলে-মেয়ের সঙ্গে ছবি-ভিডিও তুলে পোস্ট করে লেখেন " ব্যাক টু কমফোর্ট জোন"।
তার মাঝেই সন্তানদের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন নায়িকা। তিনি ছেলে-মেয়ের সঙ্গে ছবি-ভিডিও তুলে পোস্ট করে লেখেন " ব্যাক টু কমফোর্ট জোন"।
advertisement
8/9
সেখানেই ইয়ালিনির একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় পা ছুড়ে খেলা করছে ইয়ালিনি। তবে খুদের মুখ দেখা যায়নি ভিডিওতে।
সেখানেই ইয়ালিনির একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় পা ছুড়ে খেলা করছে ইয়ালিনি। তবে খুদের মুখ দেখা যায়নি ভিডিওতে।
advertisement
9/9
 পাশাপাশি তিনি ছেলে ইউভানের সঙ্গে ছবি তুলেও শেয়ার করেন অভিনেত্রী।
পাশাপাশি তিনি ছেলে ইউভানের সঙ্গে ছবি তুলেও শেয়ার করেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement