এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির প্রিমিয়ার হয়। শিলাদিত্য, এনা, দর্শনা বণিক, দেবাশিস মণ্ডল, সাহেব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, অঙ্গনা রায়, মধুরা পালিতের মতো শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।
শিলাদিত্য নিউজ১৮ বাংলাকে জানালেন, দু'ঘণ্টার ছবিটি দেখে বেরিয়ে সকলেই খুব প্রশংসা করেছেন। সকলেই জানিয়েছেন, যশকে অন্য রূপে দেখতে পাওয়া গিয়েছে এই ছবিতে। তাঁর অভিনয়ের প্রভূত প্রশংসা চলেছে। শিলাদিত্যর কাছ থেকে জানতে চাওয়া হয়, প্রিমিয়ারের সাফল্য বা ছবি মুক্তির পর যশ তাঁকে যোগাযোগ করেছেন কি?
advertisement
শিলাদিত্য বললেন, ''অন্য কারও কথা জানি না। তবে আমাকে কোনও মেসেজ বা ফোন করে শুভেচ্ছা জানায়নি যশ। প্রিমিয়ারেও আসেনি। আগেই বলছিল যে আসবে না। সেই কথাই রেখেছে।''
আরও পড়ুন: ঊর্মির শরীরে বিষ! বাঁচানো যাবে টুকাইবাবুর ভালবাসাকে? নয়া মোড় 'এই পথ যদি'-তে
ছবির আর এক অভিনেত্রী গুলশানারা খাতুনের সঙ্গে যোগাযোগ করতে তিনি বলেন, ''আমাকও যশ কিছু জানাননি। আমার ধারণা, গোটা টিমের কারও সঙ্গেই যোগাযোগ করেননি তিনি। তবে তাঁর অভিনয় ভাল লেগেছে সবার।''
আরও পড়ুন: বছর ঘুরতেই বিচ্ছেদের পথে দুর্নিবার-মীনাক্ষী? পরকীয়া, অপমান আরও কত গুঞ্জন...
শনি ও রবিবারের পর জানা যাবে, এই ছবি বক্স অফিসে কেমন লক্ষ্মীলাভ করল। শিলাদিত্য তাই এই সপ্তাহান্তের দিকে তাকিয়ে বসে রয়েছেন।