সম্প্রতি এক সাক্ষাৎকারে চারু বলেন, "আমি আর রাজীব এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছি। আমরা একে অপরকে যে সব মন্তব্য করেছি, তা নিয়ে আফসোস থাকবে। কিন্তু সে সব এখন মিটে গিয়েছে। এ বার আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের সামলে নিতে হবে।"
মূলত: মেয়ে জিয়ানার কথা ভেবে রাজীবের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চান চারু। তাঁঁর কথায়, "জিয়ানা বড় হচ্ছে। সব কিছু বুঝতে শিখছে। ওকে কোনও নেতিবাচকতার মধ্যে রাখতে চাই না।"
advertisement
আরও পড়ুন: TRP-তে বড় চমক! ফের জগদ্ধাত্রীর জয়জয়কার! প্রথম সপ্তাহেই বাজিমাত এই সিরিয়ালের
আরও পড়ুন: শাশুড়ি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন বৌমার, দ্বিতীয় বিয়ে ফড়িংয়ের, ব্যাঙ্কবাবু কোথায়
তিক্ততা ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সুস্মিতা সেনের ভাইও। চারুর সঙ্গে প্রত্যহ যোগযোগ রাখছেন রাজীব। দিন কয়েক আগে নিজের ভ্লগে তিনি বলেন, "আমি ওর (চারুর) সঙ্গে ভাল ব্যবহার করার চেষ্টা করছি। আমি ওকে হোয়্যাটসঅ্যাপ মেসেজ করি। বোঝানোর চেষ্টা করি, ওদের সঙ্গে থাকতে না পারলেও পাশে আছি। জিয়ানা ভাল আছে কি না জানতে চাই।"