TRENDING:

Padatik look unveiled: অমিতাভের ট্যুইটের দু'দিনের মাথায় চঞ্চলের লুক প্রকাশ্যে! 'পদাতিক' নিয়ে হইচই

Last Updated:

Padatik look unveiled: নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিন দুয়েক আগের কথা। 'পদাতিক'-এর জন্য চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন।
advertisement

নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'। তারই সঙ্গে তিনি হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন 'পদাতিক', চঞ্চল এবং সৃজিতের নাম।

অমিতাভের এই শুভেচ্ছাবার্তার দু'দিনের মাথায় প্রকাশ্যে এল 'পদাতিক'-এর চরিত্রদের লুক। লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সিগারেট, পরনে পাঞ্জাবি- পরিচালক মৃণাল সেনের সঙ্গে চঞ্চলের কোনও অমিল খুঁজে পাচ্ছেন না দর্শকরা।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ! ফাঁস বাদশার সম্পত্তির পরিমাণ!

আরও পড়ুন: ছিলেন রাখি, হলেন ফতিমা? আদিলের সঙ্গে বিয়ের ছবিতে নাম পরিবর্তন নিয়ে শোরগোল!

গীতা সেন হিসেবে মনামী ঘোষকে দেখা যাবে 'পদাতিক'-এ। পরনে শাড়ি, কপালে টিপ- এমন জৌলুসহীন সাজে মনামীকে আগে দেখা যায়নি।

advertisement

চঞ্চল এবং মনামী ছাড়াও এ ছবিতে দেখা যাবে কোরক সামন্ত এবং সম্রাট চক্রবর্তীর মতো অভিনেতাদের। ছবিতে তাঁদের লুক নিয়েও চর্চা কম হয়নি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Padatik look unveiled: অমিতাভের ট্যুইটের দু'দিনের মাথায় চঞ্চলের লুক প্রকাশ্যে! 'পদাতিক' নিয়ে হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল